বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

সহেনা যাতনা sohena jatona


আশা ভোঁসলে


সহেনা যাতনা দিবস ও গুনিয়া গুনিয়া বিরলে

নিশিদিন ও বসে আছি শুধু পথপানে চেয়ে

সখা হে এলেনা।।
দিন যায় রাত যায় শয্যায়

আমি বসে হায় দেহে বল নাই,

চোখে ঘুম নাই।
শুকায়ে গিয়াছে আখি জল

একে একে সব আশা ঝরে ঝরে পরে যায়
সহেনা যাতনা… দিবস ও গুনিয়া গুনিয়া বিরলে

নিশিদিন ও বসে আছি শুধু পথপানে চেয়ে

সখা হে এলেনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন