প্রতি রাত ই নির্ঘুম রাত
আসেনা কিছুতেই প্রভাত
এভাবে জীবন কেটে যায় অস্থিরতায়
আমার জীবন থেকে
সুসময় কেড়ে নিয়ে
ভুলেছো সবই আমিতো
ভুলিনি তোমায়
নাই নাই নাই
নাই তুমি নাই
কি করে সব ভুলে যাই
উতসাহ নেই কাজে
পথচলা নিয়ে সংশয়
ঘুমের ওষুধ বন্ধু এখন
মেনে নিয়ে সব পরাজয়
রাত জেগে এখন তুমি
শুধুই কি আমায় ভাবো
মুখের মাঝে হাসি নিয়ে
কান্নাকে লুকিয়ে রাখো
নাই নাই নাই
নাই তুমি নাই
কি করে সব ভুলে যাই
সুনিপুণ এ প্রতারণার
প্রয়োজন কি ছিলো তোমার
জানতে তুমি তোমার পথে
বাধা হয়ে থাকবনা আর
এ জীবন পাবেনা তোমায়
তবু মনে আশা থেকে যায়
অন্য জীবনে হবে যে আমার
দিন কাটে এই ভাবনায়
নাই নাই নাই
নাই তুমি নাই
কি করে সব ভুলে যাই
মাইলস
অ্যালবাম: শেষ দেখা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন