বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

তোমার আশায় tomar ashay

মাইলস
অ্যালবাম: প্রয়াস


মনের জানালা খুলে রেখেছি
শুধু তোমার আশায় আশায়
তুমি এলেনা ছুয়ে দিলে না হৃদয়।

সোনালি রোঁদে শিশির যেমন
রঙে রঙে হারায়
গোধূলি ক্ষণে আকাশ যেমন
সাঝেরও প্রদীপ জ্বালায়
আমি সেই ভোরে তোমাকে
ফিরে পেতে চাই
আমি সেই সাঁঝে তোমাকে
ফিরে পেতে চাই||

‘’বুকেরই গভীরে তুমি শুধু তুমি
সুখেরই স্বপনে তুমি শুধু তুমি’’
||বুকেরই গভীরে তুমি শুধু তুমি
আছো কি মায়া জড়িয়ে
সুখেরই স্বপনে তুমি শুধু তুমি
যেও না কভু হারিয়ে

আমি রাত জাগা প্রহরে একা ভেবে যাই
শুধু যাই ডেকে তোমাকে তুমি পাঁশে নাই||
||ফাগুনে শ্রাবণে তুমি শুধু তুমি

দিয়েছি এ মন তোমাকে
জীবনে মরনে তুমি শুধু তুমি
যেও না ভুলে আমাকে ||
||মনের জানালা খুলে রেখেছি

শুধু তোমার আশায় আশায়
তুমি এলেনা ছুয়ে দিলে না হৃদয়
আমি রাত জাগা প্রহরে
একা ভেবে যাই
শুধু যাই ডেকে তোমাকে
তুমি পাঁশে নাই||

1 টি মন্তব্য: