বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

জীবনে কি পাবো (jibone ki pabo)


মাইলস
অ্যালবাম: হারজিত


চলে যায় এভাবে দিন যদি চলে যায়
আনন্দ ভালোবাসায় ক্ষতি কি জীবন যদি
হাসি গানে কেটে যায়
কি হবে কি হবে হিসাবের খাতায়

দুদিনের এই দুনিয়ায় যতটা সময় আছে

কাটাবো সুখের খেয়ায়

জীবনে কি পাবো কি পাবো না

সে কথা নিয়ে আর ভাবি না
কে তুমি উদাসী আন্মনা কি তোমার ভাবনা(২)

আমার ই মত সব ভুলে যাও

চলে এসো খুশীর মেলায়

জীবনে কি পাবো কি পাবো না

সে কথা নিয়ে আর ভাবি না
কেউ তখন পাশে থাকবেনা দেবে না স্বান্তনা

দু;খের সময় কেউ থাকবেনা দেবে না স্বান্তনা

আমার ই মত সব ভুলে যাও

চলে এসো খুশীর মেলায়

জীবনে কি পাবো কি পাবো না

সে কথা নিয়ে আর ভাবি না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন