বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

তোমার সাথে প্রেম করিয়া

জাতি কূল মান সবই গেলো
জাতি কূল মান সবই গেলো
এখন শুধু বাকি প্রান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান

আমি তোমায় ভালবাসি
জগতে হইয়াছি দোষী
আমি তোমায় ভালবাসি
জগতে হইয়াছি দোষী
না পাইয়া তবু খুশি
না পাইয়া তবু খুশি
তোমার ছবি রাখলাম অন্তরায়
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান


মিষ্টি মধুর কথা কইয়া
আমার সাথে প্রেম করিলা
 

মিষ্টি মধুর কথা কইয়া
আমার সাথে প্রেম করিলা
এখন কেন যাও ভুলিয়া
এখন কেন যাও ভুলিয়া
একি প্রেমের খেলার প্রতিদান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান


জাতি কূল মান সবই গেলো

জাতি কূল মান সবই গেলো
এখন শুধু বাকি প্রান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান
তোমার সাথে প্রেম করিয়া

হইলাম কতই অপমান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান

tomar sathe prem koriya