শিল্পীঃ শাফিন আহমেদ (মাইলস)
কথা ও সূরঃ শওকাত
||একদিন হঠাৎ সন্ধ্যে বেলায়
কোন অজানা ভাবনায়
অদূর জানালায় তাকিয়ে দেখি
একটি মেয়ে অসহায়..||
দাড়িয়ে আছে একা উদাসী মনে
হাতে ছিল একটি গিটার
আমি চোখের ভাষায় জানিয়ে দিলাম
বন্ধু হবো আমি তোমার.............
||তুমি গ্রহন করো আমাকে বন্ধু ভেবে
বিশ্বাস করো আমায়
আমি ভালোবাসি গিটার বাসব তোমাকে
ভালো থাকবো পাশে তোমার ...||
চমকে উঠে হঠাৎ করে
বুঝতে পারোনি কি বলবে আমায়
চোখের ভাষায় তুমি জানিয়ে দিলে
একাকী জীবন যেন খুজছে আমায়
কি যেন কি ভেবে তুমি থমকে গিয়ে
জানতে চেয়েছ পরিচয়
আমি গিটারের তার ছুঁয়ে জানিয়ে দিলাম
বন্ধু হবো আমি তোমার।
বিশ্বাস যদি কভু হারিয়ে যায়
ভালোবাসা যদি কভু মিথ্যে হয়
বন্ধুত্ব যদি টিকে না রয়
চাওয়াগুলো রয়ে যাবে অপূর্ণতায়
বন্ধু ভেবে আজ তোমার পানে
বাড়িয়ে দিলাম দুটি হাত
চোখের ভাষায় আমি জানিয়ে দিলাম
বন্ধু হবো তোমার।