সোমবার, ৫ মার্চ, ২০১৮

মুহম্মদ জাফর ইকবাল


লুৎফর রহমান রিটন


তুমি চাও বাংলাকে, ওরা সেটা চায় না...

ওঁৎ পেতে আছে যতো পরাজিত হায়না।
ঘাতক নিকটে থাকে, তবু চেনা যায় না।
অন্ধের দেশে তুমি ফেরি করো আয়না।
(ছোটদের ভালোবাসা সকলেই পায় না।)


তোমার রক্ত থেকে যে কুসুম ফুটবে
তার সৌরভে জেনো অমানিশা টুটবে।
ফিনিক্স পাখির মতো তুমি জেগে উঠবে...



কার্টুন/ প্রীতিভাজন শিল্পী কাউসার মাহমুদ
অটোয়া ০৩ মার্চ ২০১৮

বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

আলু বেচো, ছোলা বেচো

কথাঃ সমীর রায়
সুর ও কন্ঠঃ প্রতুল মুখোপাধ্যায়


আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখর খানি
বেচোনা বেচোনা বন্ধু তোমার চোখের মণি।

কলা বেচো, কয়লা বেচো, বেচো মটরদানা
বুকের জ্বালা বুকেই জ্বলুক, কান্না বেচোনা।

ঝিঙে বেচো পাঁচ সিকেতে, হাজার টাকায় সোনা
বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচোনা।

ঘরদোর বেচো ইচ্ছে হলে, করব নাকো মানা
হাতের কলম জনম দুখী, তাকে বেচোনা।

alu beco sola beco