লুৎফর রহমান রিটন
তুমি চাও বাংলাকে, ওরা সেটা চায় না...
ওঁৎ পেতে আছে যতো পরাজিত হায়না।
ঘাতক নিকটে থাকে, তবু চেনা যায় না।
অন্ধের দেশে তুমি ফেরি করো আয়না।
(ছোটদের ভালোবাসা সকলেই পায় না।)
তোমার রক্ত থেকে যে কুসুম ফুটবে
তার সৌরভে জেনো অমানিশা টুটবে।
ফিনিক্স পাখির মতো তুমি জেগে উঠবে...
কার্টুন/ প্রীতিভাজন শিল্পী কাউসার মাহমুদ
অটোয়া ০৩ মার্চ ২০১৮
ঘাতক নিকটে থাকে, তবু চেনা যায় না।
অন্ধের দেশে তুমি ফেরি করো আয়না।
(ছোটদের ভালোবাসা সকলেই পায় না।)
তোমার রক্ত থেকে যে কুসুম ফুটবে
তার সৌরভে জেনো অমানিশা টুটবে।
ফিনিক্স পাখির মতো তুমি জেগে উঠবে...
কার্টুন/ প্রীতিভাজন শিল্পী কাউসার মাহমুদ
অটোয়া ০৩ মার্চ ২০১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন