বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

A Simple Story


এক গ্রামে একটি কূপ ছিল। তা ছিল ভূতুরে। গ্রামের লোকজন যখনই পানি তুলতে তাতে বালতি
ফেলত প্রতিবারই বালতিশূন্য রশি উঠে আসত। এমন অদ্ভুতকাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল
যে, কূপটি জীনের বাসা। এখানে ভয়ংকর একটা জীন বাস করে। কিন্তু এভাবে আর কদিন চলে? তাদের পানি সংগ্রহ করতে হবে। এর একটা বিহিত করা দরকার। কিন্তু কূপে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না।এমন সময় এক যুবক কূপে নামতে রাজি হলো।সে বলল, আমি কূপে নামব। আমার কোমরে রশি বেঁধে নামিয়ে দিবেন। তবে শর্ত হল রশির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার পিতাকে থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী সুঠাম এতগুলো মানুষ থাকতে তার পিতাকে লাগবে কেন? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করল। তবুও তার এক কথা অবশ্যই তার পিতাকে সাথে রাখতে হবে। তার পিতাকে খুঁজে আনা হলো। সবাই মিলে যুবককে কূপে নামিয়ে দিল। ভেতরে গিয়ে সে দেখল, কূপে একটি বানর। এই শয়তান বানরটিই বালতি রেখে দিত। যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে রশি টানার নির্দেশ দিল।বানরটি ছিল যুবকের কাঁধে। এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম দৃষ্টিগোচর হল বানরের চেহারা। হঠাৎকরে ভূতদর্শন চেহারা দেখে সবাই মনে করল, জীনটা উঠে আসছে। তাই রশি ফেলে সবাই পালালো । কিন্তু একজন রশি ছাড়ল না। তার পিতা রশি ছাড়ল না। বহুকষ্টে ছেলেকে টেনে তুলল উপরে। ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারল কেন সে পিতাকে রশি ধরার শর্ত দিয়েছিল।
কারণ, পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও পিতা/মাতা সরবে না। তাই তাদের ভালবাসুন।

রবিবার, ১০ জুন, ২০১৮

তোমার ইচ্ছে গুলো

Singer : Kona and Akassh Sen Lyric : Sharif Al-Din Tune : Nazir Mahamud Music : Musfiq Litu Album : Icche Gulo

Read more at: https://www.mylyricswiki.com/2017/04/icche-gulo-lyrics-kona-and-akassh-sen.html
Singer : Kona and Akassh Sen 
Lyric : Sharif Al-Din

তোমার ইচ্ছে গুলো,
ইচ্ছে গুলো…
তোমার ইচ্ছে গুলো
ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা ,
তোমায় দেবো আরো । – [ ২ বার ]
তুমি হাতটা শুধু ধরো ,
আমি হবো না আর কারো ,
তুমি হাতটা শুধু ধরো ,
আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে হচ্ছে জড়সড় ।
তোমার ইচ্ছে গুলো ,
ইচ্ছে গুলো…
তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা , তোমায় দেবো আরো ।
তোমার আবেগ মাখা, খামখেয়ালী আঁটছে আমার পিছু ,
আমার আসা যাওয়ার পথের বাঁকে পাইনি অন্য কিছু । – [ ২ বার ]
তুমি হাতটা শুধু ধরো ,
আমি হবো না আর কারো,
তুমি হাতটা শুধু ধরো,
আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে হচ্ছে জড়সড় ।
তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো…
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা , তোমায় দেবো আরো ।
আমার হৃদয় যেন বানভাসি হয়
তোমার স্রোতের টাণে
আমি তোমার কাছে যাবোই যাবো একলা থাকার দিনে । – [ ২ বার ]
তুমি হাতটা শুধু ধরো ,
আমি হবো না আর কারো ,
তুমি হাতটা শুধু ধরো ,
আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে হচ্ছে জড়সড় ।
তোমার ইচ্ছে গুলো ,
ইচ্ছে গুলো…
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা , তোমায় দেবো আরো ।

tomar ecche gulo
tomar esse gulo