Singer : Kona and Akassh Sen
Lyric : Sharif Al-Din
Tune : Nazir Mahamud
Music : Musfiq Litu
Album : Icche Gulo
Read more at: https://www.mylyricswiki.com/2017/04/icche-gulo-lyrics-kona-and-akassh-sen.html
Singer : Kona and Akassh Sen Read more at: https://www.mylyricswiki.com/2017/04/icche-gulo-lyrics-kona-and-akassh-sen.html
Lyric : Sharif Al-Din
তোমার ইচ্ছে গুলো,
ইচ্ছে গুলো…
তোমার ইচ্ছে গুলো
ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা ,
তোমায় দেবো আরো । – [ ২ বার ]
তুমি হাতটা শুধু ধরো ,
আমি হবো না আর কারো ,
তুমি হাতটা শুধু ধরো ,
আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে হচ্ছে জড়সড় ।
তোমার ইচ্ছে গুলো ,
ইচ্ছে গুলো…
তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা , তোমায় দেবো আরো ।
তোমার আবেগ মাখা, খামখেয়ালী আঁটছে আমার পিছু ,
আমার আসা যাওয়ার পথের বাঁকে পাইনি অন্য কিছু । – [ ২ বার ]
তুমি হাতটা শুধু ধরো ,
আমি হবো না আর কারো,
তুমি হাতটা শুধু ধরো,
আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে হচ্ছে জড়সড় ।
তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো…
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা , তোমায় দেবো আরো ।
আমার হৃদয় যেন বানভাসি হয়
তোমার স্রোতের টাণে
আমি তোমার কাছে যাবোই যাবো একলা থাকার দিনে । – [ ২ বার ]
তুমি হাতটা শুধু ধরো ,
আমি হবো না আর কারো ,
তুমি হাতটা শুধু ধরো ,
আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে হচ্ছে জড়সড় ।
তোমার ইচ্ছে গুলো ,
ইচ্ছে গুলো…
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা , তোমায় দেবো আরো ।
tomar ecche gulo
tomar esse gulo
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন