সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

ঠিক বলেছো

কণ্ঠ: অর্ণব
কথা: জুলফিকার রাসেল
সুর ও সংগীত: বাপ্পা মজুমদার
অ্যালবাম: খেয়াল

 

ঠিক বলেছো এই আমি তো বোকা বামন ছেলে
ঠিক বলেছো দিন করি পার শুধু হেসে খেলে
ঠিক বলেছো, হয়নি দেখা চীনের বড় দেয়াল
তোমায় দেখে আর কিছুতে হয়নি আমার খেয়াল

আমি বলি, হাত বাড়িয়ে যাবো না হয় জেলে
হাত বাড়াতে ইচ্ছে হবে চাঁদের দেখা পেলে
আমি বলি, হাত বাড়িয়ে যাবো না হয় জেলে
বোকা মানুষ হাত বাড়াবে চাঁদের দেখা পেলে

ঠিক বলেছো আগুন নিয়ে দিনে রাতে খেলি
ঠিক বলেছো বোকা আমি ভুল যে করে ফেলি
ঠিক বলেছো আকাশ পাতাল অনেক খানি দূরে
পাতাল থেকে স্বপ্নগুলো যাবে আস্তাকুড়েঁ

আমি বলি, হাত বাড়িয়ে যাবো না হয় জেলে
হাত বাড়াতে ইচ্ছে হবে চাঁদের দেখা পেলে
আমি বলি, হাত বাড়িয়ে যাবো না হয় জেলে
বোকা মানুষ হাত বাড়াবে চাঁদের দেখা পেলে

হতে পারে তোমার কথাই ঠিক যে পুরোপুরি
তবু আমি তোমায় নিয়ে স্বপ্নডানায় উড়ি
হতে পারে তোমার কথাই ঠিক যে পুরোপুরি
তবু আমি তোমায় নিয়ে স্বপ্নডানায় উড়ি

আমি বলি, হাত বাড়িয়ে যাবো না হয় জেলে
হাত বাড়াতে ইচ্ছে হবে চাঁদের দেখা পেলে
যাবো না হয় জেলে
বোকা মানুষ হাত বাড়াবে চাঁদের দেখা পেলে

ঠিক বলেছো বামন হয়ে চাঁদকে ছোয়া বারণ
ঠিক বলেছো এসব বলার নেই যে কোন কারণ
ঠিক বলেছো তবু তুমি ভুল ধরিয়ে দিচ্ছো
ঠিক বলারই ছুতোয় কি আজ ভালোবাসা নিচ্ছো?

আমি বলি, হাত বাড়িয়ে যাবো না হয় জেলে
হাত বাড়াতে ইচ্ছে হবে চাঁদের দেখা পেলে
আমি বলি, হাত বাড়িয়ে যাবো না হয় জেলে
বোকা মানুষ হাত বাড়াবে চাঁদের দেখা পেলে

 

thik bolecho

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন