শিল্পীঃ ফিরোজ সাঁই
অ্যালবামঃ এক সেকেন্ডর নাই ভরসা
সুরকারঃ ফিরোজ সাঁই
গীতিকারঃ ফিরোজ সাঁই
এক সেকেন্ডের নাই ভরসা
বন্ধ হবে রং তামাশা
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
এক সেকেন্ডের নাই ভরসা
বন্ধ হবে রং তামাশা
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
রঙিন রঙিন দালান কোঠা
দামী দামী গাড়ি
জমি জমা ধন লইয়া
করো কাড়াকাড়ি
রঙিন রঙিন দালান কোঠা
দামী দামী গাড়ি
জমি জমা ধন লইয়া
করো কাড়াকাড়ি
আরে সাড়ে তিনহাত জায়গাও হয় না
সাড়ে তিনহাত
আরে সাড়ে তিনহাত জায়গাও হয় না
মাটির মঞ্জিলে
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
সাদা কালো কত রঙের
কত রকম মানুষ
এই দুনিয়ার জলসা ঘরে
হইয়া থাকে বেহুঁশ
সাদা কালো কত রঙের
কত রকম মানুষ
এই দুনিয়ার জলসা ঘরে
হইয়া থাকে বেহুঁশ
আরে গানা বাজনা শেষ হইব
গানা বাজনা
আজ গানা বাজনা শেষ হইব
নেশা ফুরাইলে
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
এক সেকেন্ডের নাই ভরসা
বন্ধ হবে রং তামাশা
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
১৯৯৫ সালে শিল্পকলা একাডেমীর একটি অনুষ্ঠানে গান গাইতে গাইতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন শিল্পী ফিরোজ সাঁই। তিনি তখন গাইছিলেন তাঁর বহুলশ্রুত জনপ্রিয় গান ‘এক মিনিটের নাই ভরসা...’ যেন গানের বাণীকে সত্য প্রমাণ করেই আকস্মিক মৃত্যু হয়েছিল তাঁর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন