ভবনে আগুন লেগেছে। পালানোর পথ নেই। উপায় না দেখে নিজের তিন সন্তানকে জানালা দিয়ে নিচে ছুঁড়ে দিলেন মা। অবিশ্বাস্য এই দৃশ্যটি ধারণ করা হয়েছে মোবাইল ফোনের ক্যামেরায়। গত শনিবার দক্ষিণ কোরিয়ার পিয়েংটাকের চারতলা একটি ভবন বাচ্চাদের ছুঁড়ে ফেলানোর এই দৃশ্য দেখলেই যে কোন মা শিউরে উঠবেন।
সিএনএন এর খবরে বলা হয়, ভবনের নিচে
অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ। মা যখন নিচে ছুঁড়ে ফেলার জন্য জানালার
বাইরে তার বাচ্চাদের বের করেন তখন নিচের থেকে তুমুল চিৎকার শুরু করে
মানুষের ভিড়। পরপর তিন সন্তানকে তিনি ছুঁড়ে দেন ভিড়ের মাঝে।
অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই তিন সন্তানই কোন
ধরনের আঘাত না পেয়ে বেঁচে গেছে। আগুন লাগা ভবনের নিকটবর্তী মার্কিন বিমান
ঘাঁটি থেকে বড় আকারের কম্বল সরবরাহ করা হয়েছিল। সেই কম্বলে ছুঁড়ে ফেলা
শিশুদের ক্যাচ ধরেন নিচের ভিড় করা মানুষরা।
ধোঁয়া দেখে মার্কিন বিমান ঘাঁটির সদস্যরা
ঘটনাস্থলে উপস্থিত হয়। মানুষের ভিড় থেকেই ঐ মাকে অনুরোধ করা হয় শিশুদের
নিচে ছুঁড়ে দেয়ার জন্য। মা প্রথমে সঙ্কোচে ভুগলেও শেষপর্যন্ত তিনি
বাচ্চাদের প্রাণের কথা চিন্তা করে করেছেন এমন দুঃসাহসী কাজ। অবশেষে তিনি
নিজেও ঝাপ দেন।
Source: http://www.banglamail24.com/news/149400
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন