মঙ্গলবার, ৩ মে, ২০১৬

বিদ্যুৎ সাশ্রয়ে ভারী পোশাকে ‘না’ জাপানের!

যে দেশটিতে লোডশেডিং শব্দটিই অজানা, সেই জাপানে এবার বিদ্যুৎ সাশ্রয়ে অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। বাসা-বাড়ি আর অফিস আদালতে এয়ারকণ্ডিশন না চালানোয় মানুষকে উৎসাহিত করতে সরকার নতুন পোশাক পরিধান নীতি চালু করেছে। গ্রীষ্মের এই মৌসুমে এখন থেকে কেউ স্যুট, টাই কিংবা ভারী পোশাক পরতে পারবেন না। শর্ট টি শার্ট (পোলো শার্ট) আর ঢিলেঢালা পোশাকে গরমের উত্তাপ থেকে মুক্তি পাওয়া যাবে বলে সরকার সারা দেশেই এই নীতিমালা চালু করেছে।
সোমবার থেকে জাপানজুড়ে চালু হওয়া এই অভিনব পন্থাটি চলবে আগামী ৩০ সেপ্টম্বর পর্যন্ত।

জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের জারি করা এক বার্তায় বলা হয়, ঢিলেঢালা পোশাক পরলে লোকজন এসি ব্যবহার করতে চাইবে না। ফলে দেশে বিদ্যুৎ সাশ্রয় হবে। একইসঙ্গে বৈশ্বিক তাপমাত্রাও বাড়বে না।

ওদিকে, ওসাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, অধ্যাপক ও কর্মকর্তাকে হালকা পোশাক পরার অনুরোধ জানানো হয়েছে।
জাপানে গড় তাপমাত্রা ১৬ ডিগ্রী হলেও সোমবার রাস্তাঘাটে কাউকে দাপ্তরিক পোশাক পরতে দেখা যায়নি। সবাই টি-শার্ট, কারিওয়েসি, হাইওয়ান ধরনের পোশাক পরতে দেখা গেছে।
আকশি কিমুরা নামের এক শিক্ষার্থী বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। পুরো শীতে ফরমাল পোশাক ছাড়া ক্যাম্পাসে যাওয়া যেত না, কিন্তু এই গ্রীষ্মে ইচ্ছেমতো পোশাক পরা যাচ্ছে। সূত্র: দ্য জাপান টাইমস।

জাপানের মতো উন্নত দেশ বিদ্যুৎ সাশ্রয় করার কথা ভাবছে আর আমরা কি করছি ???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন