রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬

বাংলা সাহিত্যের কিছু আলোচিত উদ্ধৃতি ও রচয়িতা

 ১। "প্রণমিয়া পাটনী কহিল জোর হাতে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে"
----- অন্নদামঙ্গল কাব্য(ভারতচন্দ্র রায়গুনাকর)
২। ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’-----
ভারতচন্দ্র রায়গুনাকর
৩। ‘অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়’-----
মুকুন্দরাম।
৪। 'এক সে পদ্ম তার চৌষট্টি পাখনা,---------
চর্যাপদ
৫। ‘সই, কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায়
আমার আঙিনা দিয়া।’----- চন্ডিদাস।
৬। ‘রূপলাগি অখিঁ ঝুরে মন ভোর প্রতি অঙ্গ
লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।’ -------চন্ডিদাস।
৭। 'বামন চিনি পৈতা প্রমাণ বামনী চিনি কিসে রে।'
---লালন
৮।‘‘সেই সুমধুর স্তব্ধ দুপুর , পাঠশালা – পলায়ন —
ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন !”
------- (দুই বিঘা )রবীন্দ্রনাথ ঠাকুর
৮। 'মেয়ের সম্মান মেয়েদের কাছেই সব চেয়ে কম।
তারা জানেও না যে, এইজন্যে মেয়েদের
ভাগ্যে ঘরে ঘরে অপমানিত হওয়া এত সহজ।
তারা আপনার আলো আপনি নিবিয়ে বসে আছে।
তারপরে কেবলই মরছে ভয়ে,...ভাবনায়,...অযোগ্য
লোকের হাতে...খাচ্ছে মার, আর
মনে করছে সেইটে নীরবে সহ্য করাতেই স্ত্রীজন্মের
সর্বোচ্চ চরিতার্থ।'
........যোগাযোগ, রবীন্দ্রনাথ ঠাকুর।
৯।'বিশ্বপিতা স্ত্রী ও পুরুষের কেবল আকারগত
কিঞ্চিত ভেদ সংস্থাপন করিয়াছেন মাত্র। মানসিক
শক্তি বিষয়ে ন্যূনাধিক্য স্থাপন করেন নাই। অতএব
বালকেরা যেরূপ শিখিতে পারে বালিকারা সেরূপ কেন
না পারিবেক।----------মদনমোহন তর্কালঙ্কার
১০। 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন/হউক দূর
অকল্যাণ সফল অশোভন।'---------শেখ ফজলল
করিম।
১০।‘কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর;
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।-----
শেখ ফজলল করিম
১১।‘যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি’
------(সদ্ভাব শতক)- কৃষ্ণচন্দ্র মজুমদার
১২।‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ
বাঙালী করে মানুষ করনি।’------ রবীন্দ্রনাথ ঠাকুর
১৩।‘‘আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রন
ছবির মতো এই দেশে একবার বেড়িয়ে যান।”------
আবু হেনা মোস্তাফা কামাল।
১৪। "নমোনমো নম সুন্দরী মম জননী বঙ্গভূমি !
গঙ্গার তীর স্নিগ্ধ সমীর , জীবন জুড়ালে তুমি ।
–(দুই বিঘা )রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। ‘আমার দেশের পথের ধুলা খাটি সোনার
চাইতে খাঁটি’
----- সত্যেন্দ্রনাথ দত্ত।
১৬।‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর
রূপ দেখিতে চাই না আর’------ জীবনানন্দ দাশ
১৭। ‘‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই
দেশে।”
--- সুফিয়া কামাল
১৮। ‘‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই
বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের
বেশে।”----- জীবনানন্দ দাশ।
১৯। ‘হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ
কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছাসে,”--- - সুকান্ত
ভট্টাচার্য।
২০।‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’
------অতুল প্রসাদ সেন।
২১।‘‘বহু দেশ দেখিয়াছি বহু নদ-নলে / কিন্তু এ
স্নেহের তৃঞ্চা মিটে কার জলে?”------ মধুসূদন
দত্ত।
২২। ‘‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে,
(অবোধ আমি) অবহেলা করি, পর ধন লোভে মত্ত
করিনু ভ্রমন”--- মধুসূদন দত্ত।
২৩।"তুমি যাবে ভাই? যাবে মোর সাথে,/ আমাদের ছোট
গাঁয় ?
গাছের ছায়ায় লতায় পাতায়/ উদাসী বনের বায় ?" ----
জসীমউদ্দীন

২৪। "মানুষ
মরে গেলে পচে যায় ,বেঁচে থাকলে বদলায়..."
--------রক্তাক্ত প্রান্তর,মুনির চৌধুরী
২৫। "আমারে নিবা মাঝি লগে???..." পদ্মা নদীর
মাঝি"
-মানিক বন্দ্যোপাধ্যায়
২৬।"অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু
তেলাপোকা টিকিয়া আছে"-বিলাসি(শরৎচন্দ্র
চট্টোপাধ্যায় )
২৭। সকালে উঠিয়া আমি মনে মনে বলি/সারাদিন
আমি যেন ভাল হয়ে চলি------ মদনমোহন
তর্কালঙ্কার
২৮।‘পাখি সব করে রব রাতি পোহাইল।”- মদনমোহন
তর্কালঙ্কার
২৯।সাহিত্য জাতির দর্পন স্বরূপ------প্রমথ
চৌধুরী
৩০।সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত------প্রমথ
চৌধুরী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন