বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

Main phir bhi tumko chahunga



Tum mere ho iss pal mere ho
Kal shayad yeh aalam na rahe
Kuch aisa ho tum tum na raho
Kuch aisa ho hum, hum na rahein…

Yeh raaste alag ho jaaye
Chalte chalte hum kho jaayein…

Main phir bhi tumko chahunga… (x4)
Iss chahat mein marr jaaunga
Main phir bhi tumko chahunga
Meri jaan mein har khamoshi le
Tere pyaar ke naghme gaaunga
mmm…

Main phir bhi tumko chahunga
Main phir bhi tumko chahunga
Iss chahat mein marr jaaunga
Main phir bhi tumko chahunga

Aise zaroori ho mujhko tum
Jaise hawayein saanson ko
Aise talashun main tumko
Jaise ki per zameeno ko

Hansna ya rona ho mujhe
Paagal sa dhoondu main tumhe
Kal mujhse mohabbat ho na ho
Kal mujhko ijazat ho na ho
Toote dil ke tukde lekar
Tere darr pe hi reh jaaunga
mmm…

Main phir bhi tumko chahunga
Main phir bhi tumko chahunga
Iss chahat mein marr jaaunga
Main phir bhi tumko chahunga

Tum yun mile ho jabse mujhe
Aur sunehari main lagti hoon
Sirf labon se nahi ab toh
Poore badan se hansti hoon

Mere din raat salone se
Sab hai tere hi hone se
Yeh saath hamesha hoga nahin
Tum aur kahin main aur kahin

Lekin jab yaad karoge tum
Main banke hawaa aa jaaunga
O…

Main phir bhi tumko chahunga
Main phir bhi tumko chahunga
Iss chahat mein marr jaunga
Main phir bhi tumko chahunga

Main phir bhi tumko chahunga (x4)

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

কোন স্বর্গ সুখের আশায়

কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়।।
তুমি ভুলে যাবে আমায়
আমি প্রজাপতি আকাঁ
এই চিঠিটা পেয়েছি।।
আামি চেয়েছি তোমাকে
এই চিঠিটি চেয়েছি
মন ভাঙ্গে পরে ব্যথায়।।
এত বড় পৃথিবীতে
তুমি ছাড়া আমি একা।।
আমি বাচব কি করে গো
না পেলে তোমার দেখা
কেন নেবে তুমি বিদায়
কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়

kon shorgo shukher ashay 

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

চলেই যদি যাবে তুমি


শিল্পীঃ জুয়েল
অ্যালবামঃ স্মরণীয় জুয়েল ১
সুরকারঃ রকেট
গীতিকারঃ ইকবাল মাহবুব


চলেই যদি যাবে তুমি
তবে এসেছিলে কেন আমার এ অন্তরে।
কেন যে করি শুধু আশা
সবই যে মিছে ভালোবাসা
এত জানে তবু মন
গাঁথে তারই মালা
কিযে চায় পৃথিবী
সুখ নিয়ে ডুব দেয়।।
জানি সে তো কভু আর
আসবেনা ফিরে
হারিয়েছে বহু দুরে
একাকী ফেলে মোরে
তবুও মন খুঁজে হায়
আজো তারই ঠিকানায়।।

 colei jodi jabe

কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া


সুরকারঃ শাহ আব্দুল করিম
গীতিকারঃ শাহ আব্দুল করিম


কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী লো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।।
না আসিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোসর
সে বিনে মোর শুন্য বাসর, আমি জিয়ন্তে মরা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী লো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।।
কূলমানের আশা ছেড়ে, মন প্রান দিয়াছি যারে।
এখন সে কাঁদায়া মারে, একি তার প্রেমের ধারা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী লো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।।
আসার পথে চেয়ে থাকি, যারে পাইলে হবো সুখি।
এ করিমের মরণ বাতি হইলো না অঝোরধারা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী লো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।।

kemone vulibo tare

এমন একটা সময় ছিল

শিল্পীঃ আর্ক
অ্যালবামঃ তাজমহল
গীতিকারঃ পঞ্চম


এমন একটা সময় ছিল
মায়াবী রাত নিঝুম ছিল
তখন আকাশে ছিল তারা
চাঁদের আলো ফোয়ারা
তোমার হাতে এই হাত ছিল
হৃদয়ে গুঞ্জন চলছিল
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে
চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সবকিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে
তোমার..আমার
পথ আজ চলে গেছে
দুরে কোথায় সীমাহীন অজানায়
এমন একটা হৃদয় ছিল
সুখগুলো বাস করছিল
সুনিপুণ অভিনয় করে তুমি
কেন আজ হারিয়ে গেলে
এই আমার পাশে তুমি ছিলে
মন ভরা ভালবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া
কেন তুমি অচেনা হলে

emon ekta somoy chilo

যখন সময় থমকে দাঁড়ায়


শিল্পীঃ নচিকেতা
অ্যালবামঃ এই বেশ ভাল আছি


যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি
শুধূ আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন এমনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

jokhon somoy thomke daray

যে ছিল দৃষ্টির সীমানায়


শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ মনিরুজ্জামান মনির

যে ছিল দৃষ্টির সীমানায়
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।
যত খানি সুখ দিয়েছিলো
তার বেশী ব্যাথা দিয়ে গেল
স্মৃতি তাই আমারে কাঁদায়।
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।
যতটুকু ভুল হয়েছিলো
তার বেশী ভুল বুঝেছিলো
কি যে চায় বলেনি আমায়।
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।

je chilo dristir simanay

রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

O Cheri O Cheri

Ek kaale tor laiga iskul polaitam
Tor laiga gonjo thaika churi anitam (x2)
Tor kotha mone hoile gaan koritam
ami tor kotha mone hoile gaan koritam
O Cheri, O Cheri O Cheri
O cheri tore ek kaale valobashitam
O Cheri, O Cheri
O Cheri tore ek kaale bhalobashitam

Ek kaale tor maayer boka khaitam
Ek kaale tor baaper dourani khaitam
Ek kaale tor pichi pichu jaitam
Gaacher arale thaika tore dekhtam (x2)

Tor kotha mone hoile gan koritam
ami tor kotha mone hoile gan koritam
O Cheri, O Cheri O Cheri
O cheri tore ek kale valobashitam
O Cheri, O Cheri
O Cheri tore ek kale bhalobashitam

Ek kaale tor laiga kobita lekhtam
Sei kobita diya gaan banaitam
Ek kaale tor laiga jochona dekhtam
Sei jochona tore aaina-o ditam (x2)

Tor kotha mone hoile udash hoitam
ami tor kotha mone hoile udash hoitam
O Cheri, O Cheri O Cheri
O cheri tore ek kale valobasitam

O Cheri, O Cheri
O Cheri tore ek kale bhalobasitam (x2)

Ek kaale tor laiga raait jagitaam
Tor chobi buke loiya ghumai jaitam (x2)
Tor kotha mone hoile gaan koritam
ami tor kotha mone hoile gaan koritam
O Cheri, O Cheri
O Cheri tore ek kaale valobasitam
O Cheri, O Cheri
O Cheri tore ek kaale bhalobasitam

রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

এই বৃষ্টি ভেজা রাতে

কন্ঠঃ লিংকন


এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?(২)
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
কাশফুল কেনো ফুটে না, ছুয়ে ছুয়ে যায় না
মেঘের ভেলায় ভাসেনা, ভেসে তুমি কেনো আসো না?
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
হৃদয়ের যত অনুভুতি আছে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
ফুলগুলো কেনো হাসেনা, হৃদয়ে দোলা দেয়না
আবেশেতে জড়ায়না
তুমি কেনো কাছে আসোনা?
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?

বুধবার, ৯ আগস্ট, ২০১৭

Dream It Possible

Huawei Theme Song

I will run, I will climb, I will soar
I'm undefeated, ooh
Jumping out of my skin, pull the chord
Yeah I believe it, ooh
The past, is everything we were
Don't make us who we are
So I'll dream, until I make it real
And all I see is stars
 
It's not until you fall that you fly
When your dreams come alive you're unstoppable
Take a shot, chase the sun
Find the beautiful
We will glow in the dark
Turning dust to gold
And we'll dream
It possible
Possible, ooh
And we'll dream
It possible
 
I will chase, I will reach, I will fly
Until I'm breaking, Until I'm breaking
Out of my cage, like a bird in the night
I know I'm changing, I know I'm changing
In, into something big
Better than before
And if it takes, takes a thousand lives
Then it's worth fighting for
 
It's not until you fall that you fly
When your dreams come alive you're unstoppable
Take a shot, chase the sun
Find the beautiful
We will glow in the dark
Turning dust to gold
And we'll dream
It possible, ooooh
It possible, oh, ooh
 
From the bottom to the top
We're sparking wild fire's
Never quit and never stop
The rest of our lives
From the bottom to the top
We're sparking wild fire's
Never quit and never stop
It's not until you fall that you fly
 
When your dreams come alive you're unstoppable
Take a shot, chase the sun
Find the beautiful
We will glow in the dark
Turning dust to gold
And we'll dream
It possible
Possible, ooh
And we'll dream
It possible

See you again (fast and furious 7)

Wiz Kalifah

 
It's been a long day without you, my friend
 And I'll tell you all about it when I see you again
 We've come a long way from where we began
 Oh, I'll tell you all about it when I see you again
 When I see you again

 Damn, who knew?
 All the planes we flew
 Good things we've been through
 That I'll be standing right here talking to you
 'Bout another path
 I know we loved to hit the road and laugh
 But something told me that it wouldn't last
 Had to switch up
 Look at things different see the bigger picture
 Those were the days
 Hard work forever pays
 Now I see you in a better place

 How could we not talk about family when family's all that we got?
 Everything I went through you were standing there by my side
 And now you gon' be with me for the last ride

 It's been a long day without you, my friend
 And I'll tell you all about it when I see you again (I see you again)
 We've come a long way (yeah, we came a long way) from where we began (you know we started)
 Oh, I'll tell you all about it when I see you again (let me tell you)
 When I see you again

 First you both go out your way
 And the vibe is feeling strong
 And what's small turn to a friendship
 A friendship turn to a bond
 And that bond will never be broken
 And the love will never get lost (and the love will never get lost)
 And when brotherhood come first
 Then the line will never be crossed
 Established it on our own
 When that line had to be drawn
 And that line is what we reach
 So remember me when I'm gone (remember me when I'm gone)

 How could we not talk about family when family's all that we got?
 Everything I went through you were standing there by my side
 And now you gon' be with me for the last ride

 So let the light guide your way, yeah
 Hold every memory as you go
 And every road you take will always lead you home, home

 It's been a long day without you, my friend
 And I'll tell you all about it when I see you again
 We've come a long way from where we began
 Oh, I'll tell you all about it when I see you again
 When I see you again

 When I see you again
 When I see you again

'''জীবনের হিসাব''''

সুকুমার রায়


"বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে
মাঝিরে কন, "বলতে পারিস সূর্যি কেন ওঠে ?
চাঁদটা কেন বাড়ে কমে ? জোয়ার কেন আসে ?"
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফেলিয়ে হাসে।
বাবু বলেন, "সারা জনম মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।"


খানিক বাদে কহেন বাবু "বলত দেখি ভেবে
নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে ?
বলত কেন লবণপোরা সাগর ভরা পানি ?"
মাঝি সে কয়, "আরে মশাই অত কি আর জানি ?"
বাবু বলেন, "এই বয়সে জানিসনেও তা কি
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি ?"

আবার ভেবে কহেন বাবু "বলতো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চূড়ো ?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন ?"
বৃদ্ধ বলে, "আমায় কেন লজ্জা দেছেন হেন ?"
বাবু বলেন, "বলব কি আর, বলব তোরে কি তা,--
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।"

খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন, নৌকোখানি ডুবল বুঝি দুলে !
মাঝিরে কন, "একি আপদ ! ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার ? মরব নাকি আজি ?"
মাঝি শুধায়, "সাঁতার জানো ?" --মাথা নাড়েন বাবু,
মূর্খ মাঝি বলে, "মশাই, এখন কেন কাবু ?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে।"

উমর ফারুক

- কাজী নজরুল ইসলাম


তিমির রাত্রি - 'এশা'র আযান শুনি দূর মসজিদে।
প্রিয়-হারা কার কান্নার মতো এ-বুকে আসিয়ে বিঁধে!


আমির-উল-মুমেনিন,
তোমার স্মৃতি যে আযানের ধ্বনি জানে না মুয়াজ্জিন।
তকবির শুনি, শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি,
বাতায়নে চাই-উঠিয়াছে কি-রে গগনে মরুর শশী?
ও-আযান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকোরীর গান?
মুয়াজ্জিনের কন্ঠে ও কি ও তোমারি সে আহ্ববান?


আবার লুটায়ে পড়ি।
'সেদিন গিয়াছে' - শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি।
উমর! ফারুক! আখেরি নবীর ওগো দক্ষিণ-বাহু!
আহ্বান নয় - রূপ ধরে এস - গ্রাসে অন্ধতা-রাহু!
ইসলাম-রবি, জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন!
সত্যের আলো নিভিয়া-জ্বলিছে জোনাকির আলো ক্ষীণ।
শুধু অঙ্গুলি-হেলনে শাসন করিতে এ জগতের
দিয়াছিলে ফেলি মুহম্মদের চরণে যে-শমশের
ফিরদৌস ছাড়ি নেমে এস তুমি সেই শমশের ধরি
আর একবার লোহিত-সাগরে লালে-লাল হয়ে মরি!


ইসলাম - সে তো পরশ-মানিক তাকে কে পেয়েছে খুঁজি?
পরশে তাহার সোনা হল যারা তাদেরেই মোরা বুঝি।
আজ বুঝি - কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর-
'মোরপরে যদি নবী হত কেউ, হত সে এক উমর।'


অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি
খেজুরপাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি
সাইমুম-ঝড়ে। পড়েছে কুটির, তুমি পড়নি ক' নুয়ে,
ঊর্ধ্বের যারা - পড়ছে তাহারা, তুমি ছিলে খাড়া ভূঁয়ে।
শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ
করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ।
সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে,
বুকে করে সবে বেড়া করি পার, আপনি রহিলে পিছে।


হেরি পশ্চাতে চাহি-
তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ বাহি
জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি
বীর মুসলিম সেনাদল তব বহু দিন মাস ধরি।
দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে-
উমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে!
হায় রে, আধেক ধরার মালিক আমির-উল-মুমেনিন
শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন
সাহারা পারায়ে! ঝুলিতে দু খানা শুকনো 'খবুজ' রুটি
একটি মশকে একটুকু পানি খোর্মা দু তিন মুঠি।
প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উটে চড়ি
চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ট্রের রশি ধরি!
মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে,
সে আগুন-তাতে খই সম ফোটে বালুকা মরুর পরে।
কিছুদূর যেতে উঠ হতে নামি কহিলে ভৃত্যে, 'ভাই
পেরেশান বড় হয়েছ চলিয়া! এইবার আমি যাই
উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে, তুমি উঠে বস উটে,
তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে।'


...ভৃত্য দস্ত চুমি
কাঁদিয়া কহিল, 'উমর! কেমনে এ আদেশ কর তুমি?
উষ্ট্রের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি
আর হেঁটে যাবে খলিফা উমর ধরি সে উটের রশি?'


খলিফা হাসিয়া বলে,
'তুমি জিতে গিয়ে বড় হতে চাও, ভাই রে, এমনি ছলে।
রোজ-কিয়ামতে আল্লাহ যে দিন কহিবে, 'উমর! ওরে
করেনি খলিফা, মুসলিম-জাঁহা তোর সুখ তরে তোরে।'
কি দিব জওয়াব, কি করিয়া মুখ দেখাব রসুলে ভাই।
আমি তোমাদের প্রতিনিধি শুধু, মোর অধিকার নাই।
আরাম সুখের, -মানুষ হইয়া নিতে মানুষের সেবা।
ইসলাম বলে, সকলে সমান, কে বড় ক্ষুদ্র কেবা।


ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি,
মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।
জানি না, সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা,
কি গান গাহিল মানুষে সেদিন বন্দী' বিশ্ববীণা।
জানি না, সেদিন ফেরেশতা তব করেছে কি না স্তব-
অনাগত কাল গেয়েছিল শুধু, 'জয় জয় হে মানব।'


তুমি নির্ভীক, এক খোদা ছাড়া করনি ক' কারে ভয়,
সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্ধত কয়।
মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরি অপমান,
তাই মহাবীর খালদেরে তুমি পাঠাইলে ফরমান,
সিপাহ-সালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা,
বিশ্ব-বিজয়ী বীরেরে শাসিতে এতটুকু টলিলে না।


মানব-প্রেমিক! আজিকে তোমারে স্মরি,
মনে পড়ে তব মহত্ত্ব-কথা - সেদিন সে বিভাবরী
নগর-ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে
মায়েরে ঘিরিয়া ক্ষুদাতুর দুটি শিশু সকরুণ সুরে


কাঁদিতেছে আর দুখিনী মাতা ছেলেরে ভুলাতে হায়,
উনানে শূন্য হাঁড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চায়।
শুনিয়া সকল - কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে
বায়তুল-মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে,
বলিলে, 'এসব চাপাইয়া দাও আমার পিঠের 'পরে,
আমি লয়ে যাব বহিয়া এ-সব দুখিনী মায়ের ঘরে'।
কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা,
বলিলে, 'বন্ধু, আমার এ ভার আমিই বহিব সোজা!
রোজ-কিয়ামতে কে বহিবে বল আমার পাপের ভার?
মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে, আজি তার
প্রায়শ্চিত্ত করিব আপনি' - চলিলে নিশীথ রাতে
পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুখিনীর আঙিনাতে!


এত যে কোমল প্রাণ,
করুণার বশে তবু গো ন্যায়ের করনি ক' অপমান!
মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রেরে নিজ করে
মেরেছ দোররা, মরেছে পুত্রে তোমার চোখের পরে!
ক্ষমা চাহিয়াছে পুত্র, বলেছ পাষাণে বক্ষ বাঁধি-
'অপরাধ করে তোরি মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী।'


আবু শাহমার গোরে
কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে।


খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে,
'কোথায় খলিফা' কেবলি প্রশ্ন ভাসে উৎসুক চোখে,
একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে,
রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা-তলে।
হে খলিফাতুল-মুসলেমিন! হে চীরধারী সম্রাট!
অপমান তব করিব না আজ করিয়া নান্দী পাঠ,
মানুষেরে তুমি বলেছ বন্ধু, বলিয়াছ ভাই, তাই
তোমারে এমন চোখের পানিতে স্মরি গো সর্বদাই।

বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

যায় কি ছেঁড়া বুকের পাঁজর

এস আই টুটুল

যায় কি ছেঁড়া বুকের পাঁজর
স্বপ্নে কাটো মনে আঁচড়
ফিরে যাবার উপায়তো আর নেই।
তোমায় ছেড়ে কোথায় যাব?
একটু ভাবো...একটু ভাবো...
ফিরে যাবার দরজা খোলা নেই ।।
শহরে যার অনেক গুলো ঘর
মানাই তাকে দারে দারে ঘোরা
আমার শুধু একটি ঘরই চেনা
তুমি আছো সেথায় আগা গোড়া ।।
রাজ্য নিয়ে বড়াই করে লোক
ধরুক অরা মন কে নিয়ে বাজি
তুমি ছাড়া নেইতো আমার কিছু
নিঃস্ব হতে নইতো আমি রাজি ।।

মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭

কোন জেলা কিসের জন্য বিখ্যাত




০১) নাটোর: কাঁচাগোল্লা, বনলতা সেন।
০২) রাজশাহী: আম, রাজশাহী সিল্ক শাড়ী।
০৩) টাঙ্গাইল: চমচম, টাংগাইল শাড়ি।
০৪) দিনাজপুর: লিচু, কাটারিভোগ চাল, চিড়া, পাপড়।
০৫) বগুড়া: দই।
০৬) ঢাকা: বেনারসী শাড়ি, বাকরখানি।
০৭) কুমিল্লা: রসমালাই, খদ্দর (খাদী)।
০৮) চট্রগ্রাম: মেজবান, শুটকি।
০৯) খাগড়াছড়ি: হলুদ।
১০) বরিশাল: আমড়া।
১১) খুলনা: সুন্দরবন, সন্দেশ, নারিকেল, গলদা চিংড়ি।
১২) সিলেট:  কমলালেবু, চা, সাতকড়ার আচার।
১৩) নোয়াখালী: নারকেল নাড়, ম্যাড়া পিঠা।
১৪) রংপুর: তামাক, ইক্ষু।
১৫) গাইবান্ধা: রসমঞ্জরী।
১৬) চাঁপাইনবাবগঞ্জ: আম, শিবগঞ্জের চমচম, কলাইয়ের রুটি।
১৭) পাবনা: ঘি, লুঙ্গি, পাগলাগারদ।
১৮) সিরাজগঞ্জ: পানিতোয়া, ধানসিড়িঁর দই।
১৯) গাজীপুর: কাঁঠাল, পেয়ারা।
২০) ময়মনসিংহ: মুক্তা-গাছার মন্ডা।
২২) জামালপুর: ছানার পোলাও, ছানার পায়েস।
২৩) শেরপুর: ছানার পায়েস, ছানার চপ।
২৪) মুন্সীগঞ্জ: ভাগ্যকুলের মিষ্টি।
২৫) নেত্রকোনা: বালিশ মিষ্টি।
২৬) ফরিদপুর: খেজুরের গুড়।
২৭) রাজবাড়ী: চমচম, খেজুরের গুড়।
২৮) মাদারীপুর: খেজুর গুড়, রসগোল্লা।
২৯) সাতক্ষীরা: সন্দেশ।
৩০) বাগেরহাট: চিংড়ি, ষাটগম্বুজ মসজিদ, সুপারি।
৩১) যশোর: খই, খেজুর গুড়, জামতলার মিষ্টি।
৩২) মাগুরা: রসমালাই।
৩৩) নড়াইল: পেড়ো সন্দেশ, খেজুর গুড়, খেজুর রস।
৩৪) কুষ্টিয়া: তিলের খাজা, কুলফি আইসক্রিম।
৩৫) মেহেরপুর: মিষ্টি সাবিত্রি, রসকদম্ব।
৩৬) চুয়াডাঙ্গা: পান, তামাক, ভুট্টা।
৩৭) ঝালকাঠি: লবন, আটা।
৩৮) ভোলা: নারিকেল, মহিষের দুধের দই।
৩৯) পটুয়াখালী: কুয়াকাটা।
৪০) পিরোজপুর: পেয়ারা, নারিকেল, সুপারি, আমড়া।
৪১) নরসিংদী: সাগর কলা।
৪২) নারায়নগঞ্জ: আইভি আফা।
৪৩) নওগাঁ: চাল, সন্দেশ।
৪৪) মানিকগঞ্জ: খেজুর গুড়।
৪৫) রাঙ্গামাটি: আনারস, কাঠাল, কলা।
৪৬) কক্সবাজার: মিষ্টিপান।
৪৭) বান্দরবান: হিল জুস, তামাক।
৪৮) ফেনী: মহিশের দুধের ঘি, সেগুন কাঠ, খন্ডলেরমিষ্টি।
৪৯) লক্ষীপুর: সুপারি।
৫০) চাঁদপুর: ইলিশ।
৫১) ব্রাহ্মণবাড়িয়া: তালের বড়া, ছানামুখী, রসমালাই।
৫২) মৌলভিবাজার: ম্যানেজার স্টোরের রসগোল্লা।