সোমবার, ৬ আগস্ট, ২০১৮

উল্টো

ইবনে মিজান

উল্টো কথা বলছি সবাই
উল্টো কথাই শুনছি
উল্টো কথা বলেশুনে সঠিক মতটা চাইছি!
উল্টো পথে চলছি সবাই
উল্টো পথেই ফিরছি
উল্টো পথে চলেফিরে পথের দিশা খুঁজছি!
উল্টো কর্ম করছি সবাই
উল্টো কর্ম সইছি
উল্টো কর্ম করেসয়ে ভালো ফলটাই চাইছি!
উল্টো জ্ঞানটা দিচ্ছি সবাই
উল্টো জ্ঞানটাই নিচ্ছি
উল্টো জ্ঞানের দেয়ানেয়ায় মহাজ্ঞানী সাজছি!
এই উল্টো গানটা গাইছি সবাই
উল্টো গানটাই শুনছি
উল্টো গানটা গেয়েশুনে সোনার বাংলা চাইছি!

Source : Prothom-alo Comments link

রবিবার, ৫ আগস্ট, ২০১৮

শত্রু তুমি বন্ধু তুমি


  • শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার
  • ছায়াছবি : অনুরাগ
  • সুরকারঃ সুবল দাস
  • গীতিকারঃ ড. মোঃ মনিরুজ্জামান/ মাসুদ করিম
  
শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা
তোমার দেয়া আঘাত আমায়
দেয় যে মধুর বেদনা
তুমি আমার সাধনা

যে চোখে তোমার প্রেমের কাজল
সে চোখে আবার কিসের অনল
স্বপ্ন হয়ে পিছু ডাকো
দুঃখ দিয়ে দূরে রাখো
তুমি আমার পূর্ণিমা চাঁদ
রাত্রি দিনের যন্ত্রণা।।

যে হাতে তোমার পরম মালা
সে হাতে আবার মরণ জ্বালা
বন্ধু তোমাকে ভাবতে গেলে
শত্রু হয়ে যে দেখা মেলে
ভালোবেসে শূন্য হলাম
এইতো আমার সান্ত্বনা।।


shotru tumi bondhu tumi