সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

টেকা পাখি

Masha Islam

Teka Pakhi Lyrics in Bengali is Written by Anam Biswas.

Music Composed by Emon Chowdhury

Dui Diner Duniya - দুই দিনের দুনিয়া



হুম হুম (হাসি)

টেকা ও টেকা ডার-লিং

তুমায় চেনা দায়

আমি আছি আছি শুধু

তুমার অপেক্ষায় (২)

তুমি আমার জান রে জান

তুমি পরান পাখি

দিয়োনাকো ফাঁকি হায় হায়

দিয়ো নাকো ফাঁকি

ও টেকা ও পাখি তুমি

উইড়া উইড়া আসো

উইড়া-উইড়া আইসা তুমি

আমার ডালে বসো (২)

আমার ডালে বসো

হো হো.. আমার ডালে বসো

তুমি আমার টুরু টুরু

টুরু টুরু লাভ

ও টেকা ও ডার-লিং

তুমি টুরু টুরু লাভ

টেকা ও ডার-লিং

তুমার ছুটো ইশারায়

আমার মন ডা যে মুচড়ায়

আমার মন ডা যে মুচড়ায়

তুমি আমার জানরে জান

তুমি পরান পাখি

দিয়ো নাকো ফাঁকি হায় হায়

দিয়ো নাকো ফাঁকি...

ও টেকা ও পাখি তুমি

উইড়া উইড়া আসো

উইড়া উইড়া আইসা তুমি

আমার ডালে বসো (২)

আমার ডালে বসো

হো হো..আমার ডালে বসো

teka pakhi

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

যেওনা সাথী

যেও না সাথী
যেও না সাথী
ও যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথী
ও যেও না সাথী
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
আমার স্বপ্নের মহল তাই তো ভেঙে যে হলো চুর
যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথী
ও যেও না সাথী
আর যে সইতে পারি না জ্বালা, দোষ নাহয় কিছু হয়েছে
আর যে সইতে পারি না জ্বালা, দোষ নাহয় কিছু হয়েছে
পথহারা পথিক কত ঠিকানা ফিরে পেয়েছে
যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথী
ও যেও না সাথী