বুধবার, ২১ আগস্ট, ২০২৪

শোনো মহাজন, আমি নয় তো এক জন

Song by Shunno

Album: Bhaago

আমার চোখে তুমি দেখো, আমি তো দেখি না
আমার কাঁধে দখল নিয়েও শান্তি হলো না
আমার হাতে তুমি ভাঙ্গো গড়েছিলাম যা
আমার কথাই তুমি বলো, কেমনে হলো তা?
আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে?
শোনো মহাজন, আমি নয় তো এক জন
শোনো মহাজন, আমরা অনেক জন
শোনো মহাজন, আমি নয় তো একজন
শোনো মহাজন, আমরা অনেক জন
তোমার খেলা দেখি বলে দেখবো কি আজীবন?
আমার খেলা শুরু হলে রুখবে না কেউ তখন
অনেক হলো বানর নাচন, এবার একটু শান্ত হও
কীসের আমার ভালো-মন্দ আমাকেই বুঝতে দাও
আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে?
শোনো মহাজন, আমি নয় তো এক জন
শোনো মহাজন, আমরা অনেক জন
শোনো মহাজন, আমি নয় তো একজন
শোনো মহাজন, আমরা অনেক জন

 

Shono Mohajon

রাজার রাজ্যে সবাই গোলাম

Artist: Tasrif Khan

 
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে
এ কেমন রাজ্য বলো
কে খারাপ, কে বা ভালো
ভালো মানুষ অন্ধকারে
অমানুষই আলোর দ্বারে
এ কেমন হচ্ছে খেলা
চারিদিকে কষ্ট মেলা
কে কোথায় যাচ্ছি ভেসে
থামবো কোথায় অবশেষে
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে
তুমি ভালো ভাবে বাঁচতে চাবে
তবে তোমার শাস্তি হবে
ভাবছো তুমি বিচার চাবে?
এবার বোকা সব হারাবে
বললে কথা আস্তে বলো
কিংবা রাজার কথায় চলো
এদিক-সেদিক পা বাড়ালে
তবেও তুমি সব হারালে
এ কেমন রাজ্য বলো
কে খারাপ, কে বা ভালো
ভালো মানুষ অন্ধকারে
অমানুষই আলোর দ্বারে
এ কেমন হচ্ছে খেলা
চারিদিকে কষ্ট মেলা
কে কোথায় যাচ্ছি ভেসে
থামবো কোথায় অবশেষে
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে
ভাবছো কোথায়, কে সে রাজা?
আমরাই রাজা, দিচ্ছি সাজা
Office, ব্যবসা, সমাজ চালাই
মানুষ হয়েও মানুষ জ্বালাই
আমরাই সেই মুখোশ মানুষ
ভালো সেজে উড়াই ফানুষ
কইয়ের তেলে কই-টা ভেজে
পরের ঘাড়ে চাপাচ্ছি দোষ
এ কেমন রাজ্য বলো
কে খারাপ, কে বা ভালো
ভালো মানুষ অন্ধকারে
অমানুষই আলোর দ্বারে
এ কেমন হচ্ছে খেলা
চারিদিকে কষ্ট মেলা
কে কোথায় যাচ্ছি ভেসে
থামবো কোথায় অবশেষে
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে

Rajar Rajje Shobai Golam

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

খোকা

কন্ঠঃ প্রীতম হাসান, ফেরদৌস ওয়াহিদ
কথাঃ প্রীতম হাসান, নুহাশ হুমায়ুন
সুরঃ প্রীতম হাসান



না না না যাবো না না কোত্থাও যাবো না
আমি মরে গেলেও না, শোধ না হলে ঋণ
দামি ফোন আর দামি ঘড়ি সবই তো দিলাম
তবু সময় দিলে না।
কল দাওনা কোনোদিন,
শুধু বলো ফোন দিয়োনা রাতে,
আব্বু পাশে থাকে,
ভাইয়া বারান্দাতে
কথা বলতে পারবো না।
আমার বন্ধু জানে সবই,
কার সাথে খাও কফি ?
বলে দাও সত্যি এতো কি ভয়?

আমার মা বলেছিলো
“খোকা তুই প্রেম করিস না,
ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না”

গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল
তোমার এ সত্যিকারের প্রেমের নামে
দিয়া দিছে বড়ো গোজামিল,
নাও ঠেলা।

জানি জীবনের থেকে ভালোবাসাটা কঠিন,
তাই ভালোবেসে মরেছি তোমার হতে প্রতিদিন।

এখন বলো কি করছো, কেমন আছো ?
নতুন ছেলেটা কি তোমার প্রিয় রং কি জানে?
সুর পারে আমার গানে?
না কি সে কোনো প্রিয় গানের মদতে?
প্রথম প্রথম ভালো লাগে, পরে ফেলে রাখে
আমি ছিলাম যখন সাথে, ফোনটা উল্টো থাকে,
উঁকি মারো মাঝে, আমি কিছু বুঝিনা।

আমার কানে আসে সবই,
কার সাথে খাও কফি ?
বলে দাও সত্যি এতো কি ভয়?

তাই তো মা বলেছিলো
“খোকা তুই প্রেম করিস না,
ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না”
আমার মা বলেছিলো
“খোকা তুই প্রেম করিস না,
ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না”

গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল।
ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না।