Artist: Tasrif Khan
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে
এ কেমন রাজ্য বলো
কে খারাপ, কে বা ভালো
ভালো মানুষ অন্ধকারে
অমানুষই আলোর দ্বারে
এ কেমন হচ্ছে খেলা
চারিদিকে কষ্ট মেলা
কে কোথায় যাচ্ছি ভেসে
থামবো কোথায় অবশেষে
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে
তুমি ভালো ভাবে বাঁচতে চাবে
তবে তোমার শাস্তি হবে
ভাবছো তুমি বিচার চাবে?
এবার বোকা সব হারাবে
বললে কথা আস্তে বলো
কিংবা রাজার কথায় চলো
এদিক-সেদিক পা বাড়ালে
তবেও তুমি সব হারালে
এ কেমন রাজ্য বলো
কে খারাপ, কে বা ভালো
ভালো মানুষ অন্ধকারে
অমানুষই আলোর দ্বারে
এ কেমন হচ্ছে খেলা
চারিদিকে কষ্ট মেলা
কে কোথায় যাচ্ছি ভেসে
থামবো কোথায় অবশেষে
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে
ভাবছো কোথায়, কে সে রাজা?
আমরাই রাজা, দিচ্ছি সাজা
Office, ব্যবসা, সমাজ চালাই
মানুষ হয়েও মানুষ জ্বালাই
আমরাই সেই মুখোশ মানুষ
ভালো সেজে উড়াই ফানুষ
কইয়ের তেলে কই-টা ভেজে
পরের ঘাড়ে চাপাচ্ছি দোষ
এ কেমন রাজ্য বলো
কে খারাপ, কে বা ভালো
ভালো মানুষ অন্ধকারে
অমানুষই আলোর দ্বারে
এ কেমন হচ্ছে খেলা
চারিদিকে কষ্ট মেলা
কে কোথায় যাচ্ছি ভেসে
থামবো কোথায় অবশেষে
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে
Rajar Rajje Shobai Golam
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন