Song by Shunno
Album: Bhaago
আমার চোখে তুমি দেখো, আমি তো দেখি না
আমার কাঁধে দখল নিয়েও শান্তি হলো না
আমার হাতে তুমি ভাঙ্গো গড়েছিলাম যা
আমার কথাই তুমি বলো, কেমনে হলো তা?
আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে?
শোনো মহাজন, আমি নয় তো এক জন
শোনো মহাজন, আমরা অনেক জন
শোনো মহাজন, আমি নয় তো একজন
শোনো মহাজন, আমরা অনেক জন
তোমার খেলা দেখি বলে দেখবো কি আজীবন?
আমার খেলা শুরু হলে রুখবে না কেউ তখন
অনেক হলো বানর নাচন, এবার একটু শান্ত হও
কীসের আমার ভালো-মন্দ আমাকেই বুঝতে দাও
আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে?
শোনো মহাজন, আমি নয় তো এক জন
শোনো মহাজন, আমরা অনেক জন
শোনো মহাজন, আমি নয় তো একজন
শোনো মহাজন, আমরা অনেক জন
Shono Mohajon
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন