রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

জানি আর কোনদিন ও আমার হবেনা

মনির খান

জানি আর কোনদিন ও
আমার হবেনা,
পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

 পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার
সেই তুমি আজ দুরের তুমি
অন্য কেউ যে তোমার
আমি এখন দারুন একা
আহা বলার মানুষ জোটে না

পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

এতো বেশি আপন ছিলে করিনি খেয়াল
মাঝে কবে উঠে গেছে কাঁচেরই দেয়াল
তুমি এখন দেয়াল ঘেরা
ইচ্ছে হলেই ছুঁতে পারিনা


 পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

জানি আর কোনদিন ও
আমার হবেনা,
পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

Click to Hear This

jani ar konodin o amar hobena 


 

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

ঠিক এমন এভাবে

সিনেমাঃ গ্যাংস্টার (২০১৬) গায়কঃ অরিজিত সিং সুরঃ অরিন্দম চ্যাটার্জী লিরিক্সঃ প্রসেন

ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই...
আর তুই ছাড়া গতি নেই

ছুয়ে দে আঙ্গুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবে চোখের বাইরে না (x2)

তোরি মত কোনো একটা কেউ
কথা দিয়ে যায়,
ছায়া হয়ে যায়
তোরি মত কোনো একটা ঢেউ
ভাসিয়ে আমায়
দূরে নিয়ে যায়

ছুয়ে দে আঙ্গুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবে চোখের বাইরে না (x2)

আটকে তোকে রাখতে চাইছি খুব
সকালে আমার, বিকেলে আমার
তুই ডাক না দিলে থাকব আমি চুপ
দিনে তে আমার, দুপুরে আমার

ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই...
আর তুই ছাড়া গতি নেই

ছুয়ে দে আঙ্গুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবে চোখের বাইরে না (x2)

তোমার নামের রোদ্দুরে

সিনেমাঃ গ্যাংস্টার (২০১৬)
গায়কঃ অরিজিত সিং
সুরঃ অরিন্দম চ্যাটার্জী
লিরিক্সঃ প্রসেন


তোমার নামের রোদ্দুরে
আমি দেখেছি সমুদ্দুরে
জানি না যাবো কদ্দুরে এখনো (x2)

আমার পোড়া কপালে
আর আমার সন্ধ্যে সকালে
তুমি কেন এলে জানি না এখনো
ফন্দি আটে মন পালাবার...
বন্দি আছে কাছে সে তোমার...

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই (x2)

হল শুরু সাত দিনে
এই খেলাধূলো রাত দিনের
জানি বারণ করার সাধ্যি নেই,
আর আমার...
তোমার নামের মন্দিরে
আর তোমার নামের মসজিদে
আমি কথা দিয়ে এসেছি,
বার বার

বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও
তুমি ইচ্ছে মত আমাকে সাজাও

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই (x2)

মনের গভীরে, ঘুমের শরীরে
তোমাকে নিয়ে ডুবে যাবো
আমার কাছে কারণেরা আছে
নিজেকে আমি খুজেই নেব

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই (x2)


গানটি শুনতে ক্লিক করুন 

শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

পোড়া মন পোড়া মন

আহমেদ ইমতিয়াজ বুলবুল

পোড়া মন পোড়া মন

তোর প্রেমে পোড়া মন,

দিবানিশী এ মনে এমনই দহন

মুখে যায়না কহন

বুকে যায়না সহন।

ভাল লাগে তোর এই পীরিতি

পিরিতিতে মরণ ও মেনে নেব

শুধু মরন কালে তোকে

প্রাণহীন দেহ মাঝে টেনে নেবো

এ পাড়ে ও পাড়ে দু পাড়ে হবো আপন

ভালবাসি তোকে ভালবাসি

বিধাতা জানে তা কতোখানি

বুঝি বিধাতার অন্তরে ভালোবাসা রয়েছে যতোখানি

আধারে আলোতে তোকে নিয়ে দেখি স্বপন

Click To Hear This Song

 pora mon pora mon