বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

ক্যান্টনে নিরিবিলি

নির্মলেন্দু গুণ


এইখানে এলে মনে হয় তুমি
সবচেয়ে বেশি নেই।

তোমাকে ক্ষণিক পাবার জন্য
এইখানে তবু আসি,
মুগ্ধ পরান যতদূর চায়
ততদূর ভালোবাসি।


একটি চেয়ার উবু হয়ে থাকে
টেবিলে মুখের মত,
মনে পড়ে যায় নতমুখী তুমি
চুম্বনে কম্পিত।


এইখানে এলে মনে হয় তুমি
সবচেয়ে বেশি নেই।

ভীরু হাতে কতো আদর শিখেছি
এইখানে এলে বুঝি,
কতো বেদনার ভালোবাসা নিয়ে
তোমাকেই তবু খুঁজি।


প্রাণ গুঁজে দেই ছবির ভিতরে
আগুনে পোড়াই হাত,
করতল খোঁজে মৎস্যকন্যা
তুমি যদি এঁকে দাও।

এখানে এলেই মনে হয় তুমি
স্তব্ধ প্রতিমা, স্মৃতি।

এইভাবে রোজ বসে থাকি একা
জেসমিনে ডোবে ঠোঁট,
ইঁদুরের মতো কেটে কেটে খাই
বিরহের করপুট।


তুমি নেই তাই কমেছে আদর
শুধায় না কোনো জন,
আমার চেয়েও ভালোবেসেছিল
নিরিবিলি ক্যান্টন?

এইখানে এলে মনে হয় তুমি
সবচেয়ে বেশি নেই।

kantone niribili

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন