বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

দূরে ছিলে

 শিল্পী : অমিতাভ কায়সার

রোদ নেই জেগে ওঠা ভোরে
আজ তাই মেঘের ঘুড়ি উড়ে
মন বলে আকাশের সূর্যটা তোমারই ঘরে
কাছ থেকে দেখবে বলে সে, তোমার চাদরে
দূদুরে ছিলে ছিল তাই অনেক ভাল
ধুলোমাখা পথে ছিল রঙিন আলো
তুমি এলে ভোর রাত যেন রাতের কালো

চাঁদ ছিল মাঝরাতে চাঁদেতে
তবুও সে কোন উঠোনে হারায়
তোমারই আকাশে নিঃশ্বাসে
কেন তার ভোর ঘুমায় ভাল লাগায়
দূরে ছিলে ছিল তাই অনেক ভাল
ছায়াপথে ঘিরে ছিলো চাঁদের আলো
তুমি এলে রাত আজ যেন অসীম কালো

ভিজেছিল রংধনু বাতাসে
তবুও সে কোন পাহাড়ে লুকায়
তোমারই দু’চোখে নীল সুখে
কেন তার হাত বাড়ায় জলের আশায়
দূরে ছিলে ছিল তাই অনেক আলো
মেঘে ধোঁয়া জলে ছিলো স্বপ্নগুলো
তুমি এলে চোখ আজ যেন ভীষণ কালো।।

dure chile 

 

আমার ভাঙ্গা তরী ছেড়া পাল

শিল্পী : কিশোর পলাশ

গীতিকার : এফ এ সুমন 

সুরকার : রানা শেখ

 

আমার ভাঙ্গা তরী ছেড়া পাল

চলবে আর কত কাল

ভাবি শুধু একা বসিয়া

রে দয়াল, এভাবে আর চলবে কতকাল

 

তরী কিনারায় ভিরাইয়া

ভাবি শুধু কাদিয়া

কিনারায় ভিরাইয়া

ভাবি শুধু কাদিয়া

যাবে কি এমনি দিনও হাল

রে দয়াল, এভাবে চলবে কতকাল

আমার ভাঙ্গা তরী ছেড়া পাল

চলবে আর কত কাল

ভাবি শুধু একা বসিয়া

রে দয়াল, এভাবে আর চলবে কতকাল

 

জীবণ দিলা কাঞ্চা বাশের

খাচারই মতন

যত্ন নেবার আগেই তাহা

ভাঙ্গে অবিরত, দয়াল ভাঙ্গে অবিরত,

 

জীবণ দিলা কাঞ্চা বাশের

খাচারই মতন

যত্ন নেবার আগেই তাহা

ভাঙ্গে অবিরত, দয়াল ভাঙ্গে অবিরত,

 

ধনীরে ধন দিলা

গরীবের তুইলা পিঠের ছাল

রে দয়াল, এভাবে আর চলবে কতকাল

আমার ভাঙ্গা তরী ছেড়া পাল

চলবে আর কত কাল

ভাবি শুধু একা বসিয়া

রে দয়াল, এভাবে আর চলবে কতকাল

 

সুখের পাখি নীড় বাধিতে

যায়না সে ভুলে

যত্ন করে নীড় বাধে হায়

সুখেরই দুকুলে দয়াল সুখেরই দুকুলে

 

সুখের পাখি নীড় বাধিতে

যায়না সে ভুলে

যত্ন করে নীড় বাধে হায়

সুখেরই দুকুলে দয়াল সুখেরই দুকুলে

 

তেলে চুলে তেল দিলা

বুঝলানা জটা চুলের হাল

রে দয়াল, এভাবে আর চলবে কতকাল

আমার ভাঙ্গা তরী ছেড়া পাল

চলবে আর কত কাল

ভাবি শুধু একা বসিয়া

রে দয়াল, এভাবে আর চলবে কতকাল

amar vanga tori