শিল্পী : অমিতাভ কায়সার
রোদ নেই
জেগে ওঠা ভোরে
আজ তাই মেঘের ঘুড়ি উড়ে
মন বলে আকাশের সূর্যটা তোমারই ঘরে
কাছ থেকে দেখবে বলে সে, তোমার চাদরে
দূদুরে ছিলে ছিল তাই অনেক ভাল
ধুলোমাখা পথে ছিল রঙিন আলো
তুমি এলে ভোর রাত যেন রাতের কালো
চাঁদ ছিল
মাঝরাতে চাঁদেতে
তবুও সে কোন উঠোনে হারায়
তোমারই আকাশে নিঃশ্বাসে
কেন তার ভোর ঘুমায় ভাল লাগায়
দূরে ছিলে ছিল তাই অনেক ভাল
ছায়াপথে ঘিরে ছিলো চাঁদের আলো
তুমি এলে রাত আজ যেন অসীম কালো
ভিজেছিল
রংধনু বাতাসে
তবুও সে কোন পাহাড়ে লুকায়
তোমারই দু’চোখে নীল সুখে
কেন তার হাত বাড়ায় জলের আশায়
দূরে ছিলে ছিল তাই অনেক আলো
মেঘে ধোঁয়া জলে ছিলো স্বপ্নগুলো
তুমি এলে চোখ আজ যেন ভীষণ কালো।।
dure chile