বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

পাহাড়ী মেয়ে (pahari meye)

পাথুরে নদীর জলে

পাহাড়ী মেয়ে নামে

ভেজা তার তনু মন ধরা দেয় না

কি স্বপন একে দিল বলা যায় না
স্বপ্ন চোখের মাঝে

সবুজ বনানী কাপে

ছায়া ফেলে এই জল ঝরনা

অধীর ঢেউ এ তোলা

নিয়ে যায় আন্ মোনা

থেকে থেকে শুধু জল ঝরা
বাতাস আকুল হয়ে

জলের ছন্দ নিয়ে

পাহাড়ি মেয়ে সে তো চেয়ে দেখে না

পাখি ডাকে অচেনা

বয়ে যায় ভাবনা

স্বজন বুঝি তার ফিরে এলোনা


মাইলস
অ্যালবাম: প্রত্ত্যাশা

ছোট্ট একটা ভালোবাসা chotto ekta valobasha


আশা ভোঁসলে

ছোট্ট একটা ভালোবাসা

এইতো শুধু চায়গো সবাই।।

একটু শুধু ভালোবাসা

এটাই যেন পায়গো সবাই।
মনটা যখন থাকে একা

ফুরায়না তার স্বপ্ন দেখা।।

তখন সুরের জোঁয়ার আসে

আপন মনে গায়গো সবাই।
আনন্দে মন তখন ভাবি

অনেক কিছু হয়তো পাবি।।

রাখ নরে দৃষ্টি খুঁজে

ময়ূরপঙ্খী বায়গো সবাই।
তখন মানুষ ফাগুন বেলায়

মন যে মাতে মনের খেলায়।।

ফুলের কাছে গুনগুনিয়ে

ভ্রমর হয়ে যায়গো সবাই

ছোট্ট একটা ভালোবাসা।

সহেনা যাতনা sohena jatona


আশা ভোঁসলে


সহেনা যাতনা দিবস ও গুনিয়া গুনিয়া বিরলে

নিশিদিন ও বসে আছি শুধু পথপানে চেয়ে

সখা হে এলেনা।।
দিন যায় রাত যায় শয্যায়

আমি বসে হায় দেহে বল নাই,

চোখে ঘুম নাই।
শুকায়ে গিয়াছে আখি জল

একে একে সব আশা ঝরে ঝরে পরে যায়
সহেনা যাতনা… দিবস ও গুনিয়া গুনিয়া বিরলে

নিশিদিন ও বসে আছি শুধু পথপানে চেয়ে

সখা হে এলেনা

কি করে সব ভুলে যাই ki kore shob vule jai



প্রতি রাত ই নির্ঘুম রাত
আসেনা কিছুতেই প্রভাত
এভাবে জীবন কেটে যায় অস্থিরতায়
আমার জীবন থেকে
সুসময় কেড়ে নিয়ে
ভুলেছো সবই আমিতো
ভুলিনি তোমায়

নাই নাই নাই
নাই তুমি নাই
কি করে সব ভুলে যাই

উতসাহ নেই কাজে
পথচলা নিয়ে সংশয়
ঘুমের ওষুধ বন্ধু এখন
মেনে নিয়ে সব পরাজয়

রাত জেগে এখন তুমি
শুধুই কি আমায় ভাবো
মুখের মাঝে হাসি নিয়ে
কান্নাকে লুকিয়ে রাখো

নাই নাই নাই
নাই তুমি নাই
কি করে সব ভুলে যাই

সুনিপুণ এ প্রতারণার
প্রয়োজন কি ছিলো তোমার

জানতে তুমি তোমার পথে
বাধা হয়ে থাকবনা আর

এ জীবন পাবেনা তোমায়
তবু মনে আশা থেকে যায়
অন্য জীবনে হবে যে আমার
দিন কাটে এই ভাবনায়

নাই নাই নাই
নাই তুমি নাই
কি করে সব ভুলে যাই


মাইলস
অ্যালবাম: শেষ দেখা

কি করে বলিব আমি


কি করে বলিব আমি

আমার মনে বড় জ্বালা

কেউ কোনদিন আমারে তো

কথা দিল না

বিনিসুতার মালাখানি

গাঁথা হলোনা
ও… এই জ্বালা যে এমন জ্বালা

যায়না মুখে বলা

ধরতে গেলে সোনার অঙ্গ (তোমার)

পুড়ে হবে কালা

লালন মরল জল পিপাসায়

থাকতে নদী মেঘনা

(আমার) হাতের কাছে ভরা কলস

তৃষ্ণা মেটে না
ও… ভালোবাসার অপরাধে

হয়েছিল দোষী

(বলো) তাই বলে কি থেমেছিল

কদমতলার বাঁশী

ও… দংশিলে পিরিতের বিষে

ওঝা মেলে নারে

সেই মরণ যে সুখের মরণ

দেখলাম জনম ভরে

কতদিন পরে এলে kotodin pore ele


হেমন্ত মুখোপাধ্যায়


কতদিন পরে এলে
একটু বসো।
তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন।।

আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে।
সেই ঝড় একটু উঠূক তোমার মনের ঘরে
বহুদিন এমন কথা বলার ছুটি
পায়নি যেন।।

জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা।
সেই পথ তেমনি আছে
সবুজ ঘাসে ঢাকা

চেনা গান বাজলো যদি
বেজেই আবার থামবে কেন।।

জাতিস্মর Jaatishwar



অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবী দাওয়া

এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্মর

গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর

ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া

এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া।

কাল-কেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি

বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি

ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই শবদেহ নিয়ে

আগেও মরেছি আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে।

জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে

মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখবো বলে

বার বার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে

কখনো গাঙর কখনো কোপাই কপোতাক্ষর গানে।

গাঙর হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি

কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি

স্বরলিপি আমি আগেও লিখিনি এখনও লিখিনা তাই

মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই।

তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে

তথাগত তার নিঃসঙ্গতা দিলেন অস্তরাগে

তারই করুনায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা

আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা।

নতজানু হয়ে ছিলাম তখন এখনো যেমন আছি

মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি

ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই

বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।

আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার

আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার

দুঃখ পেয়েছ যতবার জেনো আমায় দিয়েছো তুমি

আমি তোমার পুরুষ আমি তোমার জন্মভূমি।

যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা

কতো সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা

বার বার আসি আমরা দুজন বার বার ফিরে যাই

আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই।

Suman Chattopadhyay