শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

বেণীমাধব তোমার বাড়ি যাব


মৌসুমী ভৌমিক

বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব
বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাব ?
বেণীমাধব মোহন বাঁশি তমাল তরু মূলে
বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে।
ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর
বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর।
আমি তখন নবম শ্রেণি, আমি তখন শাড়ি,
আলাপ হলো, বেণীমাধব, সুলেখাদের বাড়ি।

বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভাল
শহর থেকে বেড়াতে এলে, আমার রঙ কালো।
তোমায় দেখে একদৌড়ে পালিয়ে গেছি ঘরে
বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে।
কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরী
সন্ধ্যা বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি।
আমি তখন নবম শ্রেণি, আমি তখন ষোলো
ব্রিজের ধারে, বেণীমাধব, লুকিয়ে দেখা হলো।

বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে
সত্যি বল সেসব কথা এখনও মনে পড়ে?
সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে?
আমি কেবল একটিদিন তোমার পাশে তাকে,
দেখেছিলাম আলোর নীচে, অপূর্ব সে আলো।
স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো।
জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ
বাড়িতে এসে বলেছিলাম – ওদের ভালো হোক।

রাতে এখন ঘুমোতে যাই – একতলার ঘরে
মেঝের ’পরে বিছানা পাতা, জোৎস্না এসে পড়ে।
আমার পরে যে বোন ছিল, চোরাপথের বাঁকে
হারিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে।
আজ জুটেছে?– কাল কি হবে? কালের ঘরে শনি
আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি।

তবু, আগুন - বেণীমাধব, আগুন জ্বলে কই?
কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?
benimadhob 

Beat It - Michael Jackson



They told him don't you ever come around here

Don't want to see your face, you better disappear

The fire's in their eyes and their words are really clear

So beat it, just beat it

You better run, you better do what you can

Don't want to see no blood, don't be a macho man

You want to be tough, better do what you can

So beat it, but you want to be bad

Just beat it, beat it, beat it, beat it

No one wants to be defeated

Showin' how funky and strong is your fight

It doesn't matter who's wrong or right

Just beat it, beat it

Just beat it, beat it

Just beat it, beat it

Just beat it, beat it


They're out to get you, better leave while you can

Don't want to be a boy, you want to be a man

You want to stay alive, better do what you can

So beat it, just beat it


You have to show them that you're really not scared

You're playin' with your life, this ain't no truth or dare

They'll kick you, then they beat you,

Then they'll tell you it's fair

So beat it, but you want to be bad


Just beat it, beat it, beat it, beat it

No one wants to be defeated

Showin' how funky and strong is your fight

It doesn't matter who's wrong or right


Just beat it, beat it, beat it, beat it

No one wants to be defeated

Showin' how funky and strong is your fight

It doesn't matter who's wrong or right


Just beat it, beat it, beat it, beat it

No one wants to be defeated

Showin' how funky and strong is your fight

It doesn't matter who's wrong or right

Just beat it, beat it

Beat it, beat it, beat it


No one wants to be defeated

Showin' how funky and strong is your fight

It doesn't matter who's wrong or who's right


Just beat it, beat it, beat it, beat it

No one wants to be defeated

Showin' how funky and strong is your fight

It doesn't matter who's wrong or right


Just beat it, beat it, beat it, beat it

No one wants to be defeated

Showin' how funky and strong is your fight

It doesn't matter who's wrong or right

Just beat it, beat it

Beat it, beat it, beat it

It was written by Michael Jackson











নিলাঞ্জনা - নচিকেতা



লাল ফিতে সাদা মোজা রোজ স্কুলের ইউনিফর্ম,
ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম।
পড়া ফেলে এক ছুট, ছুট্টে রাস্তার মোড়ে।
দেখে সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম।।
এরপর একরাশ কালো কালো ধোঁয়া,
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া


এরপর বিষন্ন দিন, বাজে না মনোবীণ।
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন।
হাজার কবিতা, বেকার সবই তার।
তার কথা কেউ বলে না।
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।।


সন্ধ্যা ঘনাতো যখন, পাড়ায় পাড়ায় রক।।
থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়।।
হিন্দি গানের কলি, সদ্য শেখা গালাগালি,
একঘেয়ে হয়ে যেত সময় সময়।।
তখন উদাস মন,ভুলে মনরঞ্জন,
দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায়।।
তখন নীলাঞ্জনা, প্রেমিকের কল্পনা,
ও মনের গভীরতা জানতে চায়।।
যখন খোলা চুলে, হয়তো মনের ভুলে।
তাকাতো সে অবহেলে দু’চোখ মেলে।।
হাজার কবিতা বেকার সবই তার।
তার কথা কেউ বলে না।
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।।



অংকের খাতা ভরা থাকতো আঁকায়,
তার ছবি তার নাম পাতায় পাতায়।।
হাজার অনুষ্ঠান,প্রভাত ফেরীর গান।
মন দিন গুনে এই দিনে আশায়।।
রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল,
মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়।।
রাত্রির আঙ্গিনায়, যদি খোলা জানালায়,
একবার, একবার যদি সে দাড়ায়।
বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন,
নিজেতে ছিলো মগণ এ প্রানপন।।
হাজার কবিতা, বেকার সবই তার।
তার কথা কেউ বলে না।
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।।

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা

আমি আর আমার দু'চোখ কখনো জলে ভেজাবো না।
এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা।
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না।
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা।
দিনের আলোয় শুকিয়ে যাবে সে,
হবে না তো এক নদী যমুনা।।

টেনে নিয়ে বুকের কাছে,
ছুঁড়ে দেয় ধূলোর মাঝে।
ভালবাসার নিয়ম মানি না!
তাইতো অশ্রু এখন আসে না।
দিও না, দিও না, সান্ত্বনা!
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা।
দিনের আলোয় শুকিয়ে যাবে সে,
হবে না তো এক নদী যমুনা।।

ডুবেছিল মায়াজালে হৃদয়,
সেই ক্ষত এখনো কথা কয়।
ভালবাসার নিয়ম মানি না!
তাইতো অশ্রু এখন আসে না।
দিও না, দিও না, সান্ত্বনা!
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা।
দিনের আলোয় শুকিয়ে যাবে সে,
হবে না তো এক নদী যমুনা।।

Barbie Girl - Aqua


Hi Barbie
Hi Ken!
Do you wanna go for a ride?
Sure Ken!
Jump in...
I'm a Barbie girl, in the Barbie world
Life in plastic, it's fantastic!
You can brush my hair, undress me everywhere
Imagination, life is your creation
Come on Barbie, let's go party!
I'm a Barbie girl, in the Barbie world
Life in plastic, it's fantastic!
You can brush my hair, undress me everywhere
Imagination, life is your creation
I'm a blond bimbo girl, in a fantasy world
Dress me up, make it tight, I'm your dolly
You're my doll, rock'n'roll, feel the glamour in pink,
Kiss me here, touch me there, hanky panky...
You can touch, you can play, if you say: "I'm always yours"
I'm a Barbie girl, in the Barbie world
Life in plastic, it's fantastic!
You can brush my hair, undress me everywhere
Imagination, life is your creation
Come on Barbie, let's go party!
Come on Barbie, let's go party!
Make me walk, make me talk, do whatever you please
I can act like a star, I can beg on my knees
Come jump in, bimbo friend, let us do it again,
Hit the town, fool around, let's go party
You can touch, you can play, if you say: "I'm always yours"
Come on Barbie, let's go party!
Come on Barbie, let's go party!
I'm a Barbie girl, in the Barbie world
Life in plastic, it's fantastic!
You can brush my hair, undress me everywhere
Imagination, life is your creation
Come on Barbie, let's go party!
Come on Barbie, let's go party!
Oh, I'm having so much fun!
Well Barbie, we're just getting started
Oh, I love you Ken!

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

ভিনদেশী তারা

কন্ঠঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়
কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুরঃ শান্তনু মৌত্র

সিনেমা:  অন্তহীন


আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্পো বলো কাকে
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথাখানি
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানে
তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল চুলো
তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল চুলো
রাখো শরীরে হাতে যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ী
আমি পাইনা ছুতে তোমায়
আমার একলা লাগে ভারী

amar vindeshi tara

চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই

তিন ঘণ্টার অ্যাকশন সিক্সটিন
সিক্সটিন
ক্রিকেট ক্রেজি নেশনস, হাউ
এক্সাইটিং
স্টেডিয়াম ওয়েটিং, টেনশান টেনশান
ঢিং ঢিটাং ঢিং ঢিং ঢিং ঢিং ঢিং ঢিং
চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই
চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই
ব্লকবাস্টার কাপ ওয়েটিং কাপ
ওয়েটিং
স্টেডিয়াম শাউটিং বুমবাস্টিং রকিং
নো মোর টিয়ারিং এভরিবডি হিয়ারিং
ব্যাটে বলে জমবে লড়াই খুশির
সীমা নাই
দেখবে দুনিয়া চলবে খেলা একই
সাথে সবাই
নাই নাই বাধা যে নাই
যাই যাই এগিয়ে যাই
চলো সবাই একই সাথে বিজয় নিশান
উড়াই
ঢিং ঢিটাং ঢিং ঢিং ঢিং ঢিং ঢিং ঢিং
চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই
চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই
ব্যাটে বলে রেষারেষি সবই
হবে বেশি বেশি
হারা জেতা রাগারাগি সব
ফূর্তি ভাগাভাগি
এমন নিয়ম ব্লক বাস্টার
কেউ দেখেনি আগে এভার
আমার চোখে দেখে পৃথিবী বাংলাদেশ
ওই জাগে
চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই
চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই
কণ্ঠ: পান্থ কানাই, কনা, এলিটা, জোহান ও পূজা
সুর ও সঙ্গীত : ফুয়াদ আল মুক্তাদির

একটা ছিল সোনার কন্যা


গীতিকার - হুমায়ুন আহমেদ
সুরকার - মকসুদ জামিল
কণ্ঠশিল্পী - সুবীর নন্দী
সিনেমা - শ্রাবণ মেঘের দিন

একটা ছিল সোনার কন্যা
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌঁড়াইয়া চলি
কন্যার ছিল দীঘল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না
হাত খালি গলা খালি
কন্যার নাকে নাকফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে
নাও দৌঁড়াইয়া চলি
সবুজ বরণ লাও ডগায়
দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি
মন আনচান করে
আমার মন আনচান করে

ekta chilo sonar konna







ভ্রমর কইও গিয়া



ভ্রমর কইও গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে
ভ্রমর কইও গিয়া

কইও কইও কইওরে ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া
মুই রাধা মইরা যামুরে
কৃষ্ণহারা হইয়া রে
ভ্রমর কইও গিয়া

ভ্রমররে…
আগে যদি জানতাম রে ভ্রমর
যাইবা রে ছাড়িয়া
মাথার কেশর দুইভাগ কইরা
রাখিতাম বান্ধিয়া রে
ভ্রমর কইও গিয়া

ভ্রমররে…
ভাইবে রাধারমণ বলে
শোন রে কালিয়া
নিভা ছিল মনের আগুন
কী দিলা জ্বালাইয়া রে
ভ্রমর কইও গিয়া

vromor koio giya

হোক কলরব


কন্ঠঃ অর্ণব
কথাঃ রাজীব আশরাফ
সুরঃ অর্ণব


হোক কলরব ফুলগুলো সব
লাল না হয়ে নীল হলো ক্যান
অসম্ভবে কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান
হোক অযথা এসব কথা
তাল না হয়ে তিল হলো ক্যান
কুয়োর তলে ভীষণ জলে
খাল না হয়ে ঝিল হলো ক্যান
ধুত্তরি ছাই মাছগুলো তাই
ফুল না হয়ে চিল হলো ক্যান
হোক কলরব ফুলগুলো সব

লাল না হয়ে নীল হলো ক্যান

houk kolorob

আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে


আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা
নাইবা তুমি এলে।
তোমার স্মৃতির পরশ ভরা
অশ্রু দিয়ে গাথবো মালা
নাইবা তুমি এলে
সেই শেফালীও সনে চুপি চুপি কথা
মন বাতায়নে সুরের জাল গাথা
আধো লাজে আধো ভয়ে
আমি কিছু বলিনি তো
তুমি কিছু জান নি তো
না বলা না জানার ব্যাথা
রয়ে গেল মনে মনে
জীবনের এই নিভে যাওয়া প্রদীপটুকু নাইবা জ্বলে
নাইবা তুমি এলে
সেই হারানো দিনগুলি
যদি মনে পড়ে
ভুলে যেও ওগো সবই চিরতরে
আমার গোপন ব্যাথা
তুমি কভু জেনো নাকো
আমায় কভু চেয়ো নাকো
না জানা না চাওয়ার কথা
মছে যাবে কোন ক্ষণে
সমাধির পরে মোর ঝরা বকুল মালা নাইবা দিলে
নাইবা তুমি এলে
তোমার স্মৃতির পরশ ভরা
অশ্রু দিয়ে গাথবো মালা
নাইবা তুমি এলে

নাই টেলিফোন নাইরে পিয়ন

নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম
বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম
বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম।।
শিমূল যদি আমি হইতাম শিমূলের ডালে
শোভা পাইত রূপ আমার ফাগুনেরও কালে
বিধিরে কেনরে নারী হইতে গেলাম।।
গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতেরও মালা
কার দেওয়া রাখি হইল আমারও জ্বালা
সখীরে কেনরে ভালোবেসেছিলাম।।


---------------পাপিয়া সারোয়ার
Nai telephone nai re peon 

তুমি মোর জীবনের ভাবনা


তুমি মোর জীবনের ভাবনা
জীবনের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা।।

দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচায় এই বুক
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলন মালা।।

ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
পাগল তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা।।

তুমি আর নেই সে তুমি

তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারো সাড়া পেয়ে
হাসো না হাসো না সে হাসি মধুময়
তুমি আর নেই সে তুমি
তোমার সাপেরও বেণী দোলেনা
দোলে না হাওয়ার বাঁশী শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরো গর্জনে
গুনগুন গুনগুন করো না অসময়
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

আমার মন বলে তুমি আসবে amar mon bole tumi


আমার মন বলে তুমি আসবে
হৃদয়ের বসন্ত বাহারে
প্রেমের অভিসারে আসবে।।
কত যুগ গেল পথ চেয়ে
তবুও তো পথ ফুরায় না
কত কাল গেল গান গেয়ে
তবুও তো গান শেষ হয় না
স্বপ্নের দোয়ার হতে সরে
ঘোরের দ্বারে জানি আসবে।।
কত ঝড় আসে পৃথিবীতে
তবুও তো ফুল ঝরে না
কত দুঃখ আসে ব্যাথা
তবুও তো আশা হারায় না
অচেনার আড়াল হতে সরে
আপন ঘরের দিকে আসবে।।


শিল্পীঃ রুনা লায়লা
সুরকারঃ সত্য সাহা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার

বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

সালাম সালাম হাজার সালাম


গীতিকারঃ ফজল-এ-খোদা
শিল্পী,সুরকারঃ মোহাম্মদ আবদুল জব্বার


সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
ভাইয়ের বুকের রক্তে আজি
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি।
শহীদ স্মৃতি বরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি



আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি চাই না হতে কারো প্রেমের আঁচল
আমি চাই না হতে কারো চোখের কাজল
আমি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি চাই না হতে কারো মনের অনল
আমি চাই না হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
আমায় আর সুখের ভয় দেখিয়ে কোন লাভ নেই
———————–

সুবীর নন্দী