শিল্পীঃ সেলিম চৌধুরী
গীতিকারঃ দীনহীন
ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঠুর বনে
আজ পাশা খেলবো রে শ্যাম
একেলা পাইয়াছি হেতা পলাইয়া যাবে কোথায় ।।
চৌদিকে ঘিরিয়ারে রাখবো ।।
সব সখি সনে
আজ পাশা খেলবো রে শ্যাম
আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায় ।।
ছিটাইয়া দাও ছোঁয়া চন্দন ।।
ঐ রাঙ্গা চরণে
আজ পাশা খেলবো রে শ্যাম
দীনহীন আর যাবে কোথায়
বন্ধের চরণ বিহনে ।।
রাঙ্গা চরণ মাথায় নিয়া দীন হীন কান্দে ।।
আজ পাশা খেলবো রে শ্যাম
ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঠুর বনে
আজ পাশা খেলবো রে শ্যাম
aj pasha khelbo re sham
Click to Hear
দীনহীন
বাউল কবি ও শিল্পী।
মহাকবি সৈয়দ সুলতান, কোরেশী মাগন, প্রমুখের অধঃস্তন বংশধর সৈয়দ আব্দুন নুর হোসেনী চিশতী যিনি দীনহীন নামে পরিচিত। ১৮৫৫ খ্রিষ্টাব্দে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি বাউল গান এবং বাউল ভাবাদর্শে উদ্বুদ্ধ হন। তিনি চৈতন্যদের, লালন, শীতালং শাহ, কিংবা হাসন রাজার ভাব-দর্শন দ্বারা প্রভাবিত হয়ে, বহু গান রচনা করেন। তাঁর জীবদ্দশাতেই সিলেট অঞ্চলে জনপ্রিয় বাউল কবি এবং শিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এ পর্যন্ত তাঁর রচিত পাঁচশত গানের সন্ধান মিলেছে। ১৯৫৬ খ্রিষ্টাব্দে 'দীনহীন সঙ্গীত' নামে তাঁর ১টি গানের সংকলন প্রকাশিত হয়।
১৯২০ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৯৪ সালে হুমায়ূন আহমেদের টেলিভিশন নাটক 'ওয়াইজা বোর্ড' -এ সেলিম চৌধুরী গেয়েছিলেন 'আজ পাশা খেলব রে শ্যাম'। কিছু কিছু গান জনপ্রিয় করবার পিছনের কারিগর ছিলেন হুমায়ূন আহমেদে।
বিনম্র শ্রদ্ধা রইল। (ইন্টারনেট)