বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে


শিল্পী : ফেরদৌসী রহমান 
গীতিকার : জসীম উদ্দীন 

অ্যালবাম : নোলক 
সুরকার : জসীম উদ্দীন 


ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।

যদি বন্ধু যাবার চাও
ঘাড়ের গামছা থুইয়া যাও রে
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে

বটবৃক্ষের ছায়া যেমন রে
মোর বন্ধুর মায়া তেমন রে।
বন্ধুরে, বন্ধুরে, বন্ধুরে।
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে


১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্রে গানটি ব্যবহার করা হয়

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

বলনা তুই বলনা

হৃদয় খান

মন তোরে বলি যত,
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা,
মন ছাড়া কি যায়রে বাচাঁ,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারন
এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা
ও চাতন সারাক্ষন
বলনা তুই বলনা কেন এ ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা ।।

এই কথা সেই কথা কত কথা যে বলিস
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কি চায় ।।

অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই ।।


bolna tui bolna


আমিও মানুষ

সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ সৈয়দ আওলাদ
এ্যালবাম: কষ্ট (১৯৯৫)



যদি ভুল করে তোমাকে চাই

বল আমার কি দোষ

যদি মন ভালবাসে তোমায়

বলি আমিও মানুষ ৷

যদি ভুল করে তোমাকে চাই

বল আমার কি দোষ

যদি মন ভালবাসে তোমায়

বলি আমিও মানুষ ৷

প্রিয়া ক্ষমা কর আমাকে

পারিনি ভুলে যেতে তোমাকে

আমার কি দোষ আমিতো মানুষ

আমার কি দোষ আমিতো মানুষ ৷

শুধু কষ্টকে সাথী করে

ভেবেছি চলে যাব বহুদুরে

শুধু কষ্টকে সাথী করে

ভেবেছি চলে যাব বহুদুরে

তবু মন পিছু ফিরে চায়

আমার কি দোষ আমিতো মানুষ

আমার কি দোষ আমিতো মানুষ ৷





শুধু স্মৃতিগুলো রেখ সাথে

কখনও যদি আমায় মনে পড়ে

শুধু স্মৃতিগুলো রেখ সাথে

কখনও যদি আমায় মনে পড়ে

তবু মন পিছু ফিরে চায়

আমার কি দোষ আমিতো মানুষ

আমার কি দোষ আমিতো মানুষ ৷

যদি ভুল করে তোমাকে চাই

বল আমার কি দোষ

যদি মন ভালবাসে তোমায়

বলি আমিও মানুষ ৷

যদি ভুল করে তোমাকে চাই

বল আমার কি দোষ

যদি মন ভালবাসে তোমায়

বলি আমিও মানুষ ৷

প্রিয়া ক্ষমা কর আমাকে

পারিনি ভুলে যেতে তোমাকে

আমার কি দোষ আমিতো মানুষ

আমার কি দোষ আমিতো মানুষ ৷

ধুপছায়া গোধূলিবেলায়

ওয়ারফেজ
জীবনধারা


ধূপছায়া গোধূলীবেলায়
তুমি কাছে এসো
সুখ ছোঁয়া রূপসী রাতে
তুমি ভালোবেসো
তুমি ভালোবেসো শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো

মেঘ এসে যদি কোন দিনও এ মন ছুঁয়ে ছুঁয়ে যায়
ঝড় এসে যদি কোনদিনও হৃদয় ভেঙে দিয়ে যায়
প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনদিনও ভুলে যেও না
তুমি ভালোবেসো শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো

বিষাদে যদি কোনদিনও এ মন কাঁদে বেদনায়
বিরহ যদি উঁকি দেয় মনে দিন কাটে নিরাশায়
পিয়ানোর সুর আমার এই গান কোনদিনও ভুলে যেও না
তুমি ভালোবেসো শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো

ধূপছায়া গোধূলীবেলায় তুমি কাছে এসো
সুখ ছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো
তুমি ভালোবেসো শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো

Dhupchaya godhuli belay

warfaze   

এই নষ্ট শহরে



এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান,
সকল খিস্তি খেউর রাজা উজির মেরে
মাস্তানি সব সেরে,
বিকেল বেলা তোমার বাড়ির লাগোয়া পথ ধরে
যাচ্ছে যখন ফিরে,
ভুলে নাহয় দিয়েই ছিল শিস
হাত ছিল নিশপিশ
ছুঁড়ে নাহয় দিয়েই ছিল চিঠি!

স্বীকার করে বলি
এসব কাণ্ড খারাপ ছেলে করে,
আর স্বীকার করে বলি
এসব কাণ্ড খারাপ ছেলে করে।

তবু মেয়ে
প্রেম তবু তার মিথ্যে ছিল না
মিথ্যে ছিল না।

এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।

এই প্রেমের উপস্থাপন
জানি তেমন ভদ্র শোভন নয়,
তার চিঠির ব্যাকরণ
ভর্তি ভুলে বলার মত নয়,
শুধু তোমার নামটি ছাড়া
শুদ্ধ কিছুই লিখতে জানে না।

আর স্বীকার করে বলি
সে কিছুতেই যোগ্য তোমার নয়,
আর স্বীকার করে বলি
সে কিছুতেই যোগ্য তোমার নয়।

তবু মেয়ে
প্রেম তবু তার মিথ্যে ছিল না
মিথ্যে ছিলো না।

এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।

সে যে বছর যুদ্ধে গিয়েছিল
ভেবেছিল পাবে তোমার প্রেম,
ইস্পাতে বারুদে সে তার প্রান
তোমার পায়ে সঁপে দিয়েছিল।

আজ স্বীকার করে বল
তুমি তাকে মিথ্যে বলেছিলে,
ও মিথ্যেবাদী মেয়ে
তুমি তাকে মিথ্যে বলেছিলে।

আজ স্বীকার করে বল
তুমি তাকে মিথ্যে বলেছিলে,
ও মিথ্যেবাদী মেয়ে
তুমি তাকে মিথ্যে বলেছিলে।

কেন মিথ্যে বলেছিলে
কেন মিথ্যে বলেছিলে??


এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।

হয়তো কোথাও পাবে আমাকে

সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ মারুফ আহমেদ
এ্যালবাম: কষ্ট



ঠিক দুবছর আগে

এই নষ্ট পৃথিবী ছেড়ে

কালো এক ক্যান্সারে

চলে গেছি বহু দূরে

না হয় সে আমি নেই বেঁচে

তুমি তবু দেখ খুঁজে।

(হয়তো কোথাও পাবে আমাকে)।।



বুক সেলফের অগোছালো বইএ

সিগারেটের নিঃস্ব অভিমানি ছাইয়ে

তোমার ঘরের চার দেয়ালের মাঝে

বিরক্তিকর দুপুর আর সাঁঝে

খোলা জানালার নীল পর্দায়

আমাদের প্রিয় রুপালী সন্ধ্যায়

পরে থাকা পিতলের এ্যাশট্রেতে

তারাদের কথোপকথনের এই রাতে।


ডাইরির ছেঁড়া কোন নিশ্চুপ পাতায়

মাঝ রাতে কখনো কারো কেঁদে উঠায়

পুরনো হয়ে যাওয়া ছবির ফ্রেমে

নীল আকাশ আর রংধনুর প্রেমে

রোদ জরানো কোন শান্ত দুপুরে

মাতাল করা সেই গানের সূরে

অবুঝ কিশোরীর এক অজানা সুখে

তোমার কান্না জমে থাকা বুকে।

hoito kothao pabe amake

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

My Dream Projects

I have two Dream Projects:

One is Treeformankind.org 

Another is www.onetakafund.org



আমার কাছে তুমি অন্যরকম

Vocal and Music: Imran Mahmudul
Lyrics: Mehedi Hasan Limon
Tune: Nazir Mahamud


বোঝাতে পারিনা তোমায় আমি
কতটা ভালোবাসি
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।


তোমার হাসি খুশি তে সাজাই
আনমনে ইচ্ছে মতো
তুমি ছাড়া বোঝেনা কিছুই মন আমার সেতো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।

কোনো কিছুই লাগে না ভালো
এমন তোমার মতো
আমি ছাড়া বাসবে কে আর তোমায় এতো ভালো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।

Amar Kache Tumi Onnorokom 

আমার কাছে তুমি মানে সাত রাজার ধন

Lyric & tune : Tasrif


আমার কাছে তুমি মানে সাত রাজার ধন
আমার কাছে তুমি মানে অন্যরকম
আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি
তাই দিনে রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি
তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

আমার কাছে তুমি মানে আমার সব কিছু
তাই পাগলের মত ছুটি তোমার পিছু
আমার কাছে তুমি মানে সাদা মেঘের ভেলা
নাহ দেখিলে মুখটা তোমার মন হয় উতালা
তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

আমার কাছে বন্ধু তুমি রাইতে ধ্রুব তারা
তোমায় আমি রাইত জাগিয়া দেই বন্ধু পাহাড়া
আমার কাছে বন্ধু তুমি সাত সাগরের ঢেউ
কত্ত ভালোবাসি তোমারে জানেনারে কেউ
তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ
আমি মানে তুমি আর তুমি মানে আম
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

amar kache tumi mane

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।



অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।

তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালবাসা
তোমারে না পাইলে এই জীবন বৃথা (বন্ধু)
অন্তরে না রাখলেও মুখে মুখে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।

পথে আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে (বন্ধু)
জিন্দা থাকতে না ডাকিলে ও মইরা গেলে ডাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।

মাহবুব ভেবে বলে মায়ের কোলেই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা (দয়াল)
দুনিয়ার সবাই ভালা তাগোই বুকে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।

amito vala na, vala loiyai thaiko


তুই ভালো না মেয়ে

Lyric, Tune & Singer : Meraj Tushar

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হলাম আমি অবশেষে ।
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
ভালোর মুখোশ পড়ে ছিলি, চেনা গেল না ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, তোর ছলনা ।
চারদিকে তোর শূণ্য দশা,
আমি পাশে ছিলাম ।
নিজের মুখে বলেছিলি,
নতুন জীবন পেলাম ।
আমার আকাশ রঙিন যখন ব্যথারও নীলে
পাখি রে তুই গেলি ছেড়ে, অসহায় ফেলে ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, তোর ছলনা ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
কেমন করে ঘুম আসে তোর, দিয়ে ছলনা ।

আমায় মন্দ বলে গেলি, কোন সে সুখের নীড়
আমার দিকে ছুঁড়ে মারলি অভিযোগের তীর ।
বারেবারে বলেছিলি, সব অনুভব আমি
মিথ্যে অনুভবের শিকার, কাঁদতে হবে জানি ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, খবর নিলি না ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন এখন হয়ে গেল দুঃখের জেলখানা ।

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হলাম আমি অবশেষে ।
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম ।

tui valo na meye

তোর মনের পিঞ্জিরায়

Main Singer: Jisan Khan Shuvo
Lyrics & Tune: Jisan Khan Shuvo




আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ ।।

জ্বলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো ?
এ ভরা জোছনায় তুই কার পাশে ?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে ।।

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ

এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই ।।

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ ।।

Tor Moner Pinjiray