মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

আমি তোমাকে ভালোবাসি

আমি তোমাকে ভালোবাসি' এই বাক্যটি সারবিশ্বে ব্যাপকভাবে প্রচলিত। তাদের বাক্যগুলো কেমন আসুন দেখে নেই।

 

১.বাংলা= আমি তোমাকে ভালবাসি।

২.ইংরেজি = আই লাভ ইউ।

৩.ইতালিয়ান = তি আমো।

৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ।

৫.কোরিয়ান = তাঙশিনুল সারাঙ হা ইয়ো।

৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন।

৭.জার্মান = ইস লিবে দিস।

৮.রাখাইন =অ্যাঁই সাঁইতে।

৯.ক্যাম্বোডিয়ান=বোন স্রো লানহ্উন।

১০.ফার্সি = দুস্তাত দারাম।

১১.তিউনিশিয়া = হাহে বাক।

১২.ফিলিপিনো = ইনবিগ কিটা।

১৩.লাতিন = তে আমো।

১৪.আইরিশ = তাইম ইনগ্রা লিত।

১৫.ফ্রেঞ্চ = ইয়ে তাইমে।

১৬.ডাচ = ইক হু ভ্যান ইউ।

১৭.অসমিয়া = মুই তোমাকে ভাল্ পাও।

১৮.জুলু = মেনা তান্দা উইনা।

১৯.তুর্কি = সেনি সেভিউর ম।

২০.মহেলি = মহে পেন্দা।

২১.তামিল = নান উন্নাই কাদালিকিরেন।

২২.সহেলি = নাকু পেন্দা।

২৩.ইরানি = মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম।

২৪.হিব্রু = আনি ওহেব ওটচে (মেয়েকে ছেলেকে), আওটচা (ছেলেকে মেয়ে)।

২৫.গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু।

২৬.চেক = মিলুই তে।

২৭.পোলিশ = কোচাম গিয়ে।

২৮.পর্তুগিজ = ইউ আমু তে।

২৯.বসনিয়ান = ভলিম তে।

৩০.তিউনেশিয়ান = হা এহ বাদ।

৩১.হাওয়াই = আলোহা ওয়াউ লা ওই।

৩২.আলবেনিয়া = তে দুয়া।

৩৩.লিথুনিয়ান = তাভ মায়লিউ।

৩৪.চাইনিজ = ওউ আই নি।

৩৫.তাইওয়ান = গাউয়া আই লি।

৩৬.পার্শিয়ান = তোরা ডোস্ট ডারাম।

৩৭.মালয়শিয়ান =সায়া চিনতা কামু।

৩৮.মায়ানমার = মিন কো চিত তাই।

৩৯.ভিয়েতনামিস = আনাহ ইউই এম (ছেলে মেয়েকে), এম ইউই আনাহ (মেয়ে ছেলেকে)।

৪০.থাইল্যান্ড = চান রাক খুন (ছেলে মেয়েকে), ফেম রাক খুন (মেয়ে ছেলেকে)।

৪১.গ্রিক = সাইয়াগাপো।

৪২.চেক = মিলুই তে।

৪৩.বর্মিজ = চিত পা দে।

৪৪.পোলিশ = কোচাম গিয়ে।

৪৫.মালয়ি = আকু চিন্তা কামু।

৪৬.ব্রাজিল = চিতপাদে।

৪৭.হিন্দি = ম্যায় তুমছে পেয়ার করতাহুঁ।

৪৮.জাপানি = কিমিও আইশিতের।

৪৯.পাকিস্তান = মুঝে তুমছে মহব্বত হায়।

৫০.ফার্সি = ইয়ে তাইমে।

৫১.সিংহলিজ = মামা ও বাটা আছরেই।

৫২.পাঞ্জাবী = মেয় তাতনু পেয়ার কারতা।

৫৩.আফ্রিকান = এক ইজ লফি ভির ইউ (ছেলে মেয়েকে), এক হাত যাও লিফ (মেয়ে ছেলেকে)।

৫৪.তামিল = নান উন্নাহ কাদা লিকিরেণ।

৫৫.রোমানিয়া = তে ইউবেস্ক।

৫৬.স্লোভাক = লু বিমতা।

৫৭.নরওয়ে = ইয়েগ এলস্কার দাই।

৫৮.স্প্যানিশ = তে কুইয়েবু।

৫৯.ফিলিপাইন = ইনি বিগকিটা।

৬০.বুলগেরিয়া = অবি চামতে।

৬১.আলবেনিয়া = তে দাসরোজ।

৬২.গ্রিক = সাইয়াগাফু।

৬৩.এস্তোনিয়ান = মিনা আর মাস্তান সিন্দ।

৬৪.ইরান = সাহান দুস্তাহত দোহরাম।

৬৫.লেবানিজ = বহিবাক।

৬৬.ক্যান্টনিজ = মোই ওইয়া নেয়া।

৬৭.ফিনিশ = মিন্যা রাকাস্তান সিনোয়া।

৬৮.গ্রিনল্যান্ড= এগো ফিলো সু।

৬৯.আরবি = আনা বেহিবাক (ছেলে মেয়েকে), আনা বেহিবেক (মেয়ে ছেলেকে)।

৭০.ইরিত্রয়ান = আনা ফাতওকি।

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

কেন এমন হল তুমি আজ নেই



কেন এমন হল তুমি আজ নেই

দু চোখ জূড়ে স্বপ্ন নেই,

কেন এমন হল তুমি আজ নেই

হৃদয় জূড়ে প্রেমও নেই,

তুমি যে নেই তাই কিছু নেই //

নেই কিছু নেই।

এই যে ঘর হয় অন্য জীবন

এই যে হৃদয় অন্য ভুবন

শূন্য সব আজ শূন্য এখন||. ||

আজকে তুমি নেই

তবু সূর্য উঠে

আজকে তুমি নেই

তবু ফুলও ফূটে

আজকে তুমি নেই

তবু আলো ঝলমল

সবই ঠিকই আছে

শুধু আমার চোখেই জ্বল||.

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

একচালা টিনের ঘর


একচালা টিনের ঘর
এই আপন এই পর
সবাই তো যাযাবর
তবুও বানাই ঘর

ভেতরে নেই ঠিক ঠাক
বাইরে বেশ ফিটফাট
সম্পর্কের কাঁটা ছেড়া
সবশেষে বাশের বেড়া
জীবনের যত প্রয়োজন
তবুও মানে না মন
নানান রঙের শান্তি খোজে
না পেলে দুচোখ বুজে

এই কূলে আমার
তুমি একটাই বিশ্বাস
তোমারই এক ইশারায়
চলে যাবে নিঃশ্বাস

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ
করে দাও সব বন্ধ
ভাই ছাড়া তোমার জীবন
হয়ে যাবে অন্ধ

লেনদেন সব গুছিয়ে নাও
যার কাছে তুমি যা কিছু পাও
ঈমানের খুটি টা যেনো
না হয় তোমার যেনোতেনো

আমার মনে বিশ্বাস তাই
এ কুল ও কুল যেখানে যাই
তুমি ছাড়া বিশ্বাস নাই
তুমি ছাড়া এ কূল নাই

সময় থাকতে সাবধান হও
লেনদেন সব গুছিয়ে নাও
ঈমানের খুটিটা যেন
না হয় তোমার যেন তেন

দুদিনের এই সংসারে
কেউ আগে কেউ পরে
চলে যাব সব ছেড়ে
শুধু ঘরটা রয় পরে
Click to Hear

সাতটি মহাদেশ


সাতটি মহাদেশ আর পাঁচটি মহাসাগরের ভীড়ে

পদ্মা আর মেঘনা, সুরমা, যমুনার তীরে

বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে আমার জন্মভূমি


আমার সোনার বাংলা

তুমি আমার বাংলাদেশ

বিশ্বের বুকে বিস্ময় তুমি

আমার প্রানের দেশ

বাংলাদেশ।।


শত শত শোষণের জিঞ্জির ছিঁড়ে

রক্ত মাখা ইতিহাস পাড়ি দিয়ে

বিশ্বকে দিয়েছ প্রতি ক্ষণে পরিচয়

বিপ্লবে রাঙা রক্তের বিনিময়ে

বঞ্চিত মানবতার শত কোটি আওয়াজে ভেসে আসে একটি স্লোগান

আমার সোনার বাংলা

তুমি আমার বাংলাদেশ

বিশ্বের বুকে বিস্ময় তুমি

আমার প্রানের দেশ

বাংলাদেশ।।


ভোরের আযান থেকে সাঝের সূর্য ডোবা

দোয়েলের শিস থেকে কৃষকের ঘরে ফেরা ঘরে ফেরা

কাজল দিঘির পাড়ে বধূর কলস জলে

সবুজে শ্যমল তুমি নীলিমায়, নীল

বিশ্বের প্রতি প্রান্তরে উঠে গেছে সেই পতাকা

সবুজের বুকে লাল টকটকে বারো কোটি স্বপ্ন আঁকা

সযতনে লুকানো চোখের জল তুমি মায়ের মুখের হাসি

আমার সোনার বাংলা

তুমি আমার বাংলাদেশ

বিশ্বের বুকে বিস্ময় তুমি

আমার প্রানের দেশ

বাংলাদেশ।।


 Click To Hear This Nice Song



রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

করবো না বিয়ে বিয়ে করবোনা

করবো না বিয়ে বিয়ে করবোনা (চারবার)
বিয়ে করে আজকাল নেই কোন শান্তি
পরদিন থেকে সুরু হবে যে অশান্তি
মধু রাতে বুঝিয়ে দেবে তোমাকে।
করেছো বিয়ে তুমি কোন গোমাটে
হে হে....
এটা খাই খাইনা ওটা
ছুতে পারবে না কেউ তার কোনটা
কিন্চিৎ উচ্ছাল মুখেরই হাসি
কিছু দিন যেতে না যেতেই হবে বাশি।
উস্কো খুস্কো চুল খোচা খোচা দাড়ি
বাজারেতে থলে হাতে ছুটো তারাতারি
ওমুকটা নেই আর তমুকটা এনো
শালা শালি এসেছে মনে থাকে যেনো।
হাসি খুশি পাবে না কখনোযে তাকে
বাঁকা পথে নিয়ে যাবে আলোচনাকে
যদিওবা কখোন সে হাসি খুশি থাকে
ভাবনায় পরে যাই কি ফন্দি আটে
বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

আহা.... আহা... আহা...হা

সখ করে কিছু যদি দাও যদি এনে
ভালো কভু বলবে না নেবেনা তা মেনে
শারী চাই চুড়ি চাই ত্রি-পিচ চাই
হাজার কিনে দিলেও নাই কিছু নাই নাই নাই নাই
গাড়ি বাড়ি চাই টিভিটা কালার
জোরা জোরা হাই হিল চাইযে প্রিয়ার
প্রতি মাসে অর্নামেন্ট নতুন এক সেট
দিতে হবে নইলে করবে বিহেট
কার স্বামী দিয়েছে কাকে কটা গিফট
ঠিক ঠিক এনে দেবে সেই সব লিষ্ট
ভাববে না কত তুমি বেতনটা পাও
চাই তার সব কিছু সব কিছু দাও
ওহ....
ফ্রিজ চাই ঘরে চাই এ্যারকন্ডিশন
বুঝতে চাইবে না সে তোমার পজিশন
একবার বলবে না তোমাকেই চাই
তুমি ছারা কিছু আর চাইবার নাই।

বিয়ের অর্থ যদি এই হয়
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

বিয়ে করে বেরে যাবে দুর্ভোগিতা
কমে যাবে জিবনের সব প্রতিটা
কদিনেই মাথা খসে পরে যাবে চুল
সব কাজে শুরু হবে বড় বড় ভুল
বসে যাবে গাল চোখ যাবে ঢুকে
হার্ডফেল হয়ে যাবে সুন্নের বুকে
খেতে সুধু শুনবে সারাক্ষন গান
পান থেকে চুন খসে গেলে অভিমান
ওদেরতো সব ভালো আমরা যে ব্যাড
ওদের সব গুড নিউস আমাদের স্যাড
বাবা মা ছারা হতে হবে দুদিনেই
ভাই বোন আত্বীয় কেউ বুঝি নেই নেই নেই
বেতনের সব টাকা দিতে হবে তাকে
কিছু টাকা গোপনে সে রাখেনি যে হাতে
বন্ধুর আড্ডায় পারবে না যেতে
সখ করে ভালো কিছু পারবে না খেতে...

বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

আহা.... আহা... আহা...হা

রেগে গেলে চলে যাবে বাপের বাড়ি
মাঝে মাঝে হয়ে যাবে কত ছারা ছারি
জমি যদি কেন তবে তার নামে দাও
ছেলে হলে বলবে তারযে ওটাও ওহো...
সেখাবেনা দাদা দাদি চাচু বলা ডাক
সেখো সুধু নানা মামা খালামনি বাক
তোমার টাকাটা নিয়ে বলবেসে তার
যদি চাও কদাচিৎ পেতে পারো ধার
তাই বলে ভেবোনা যে পেয়ে গেছো পার
চরা সুধে দিতে হবে ফেরৎ আবার
ফুপুর মামার খালু তার কোন বোন
এসেছে সে তাকে কিছু দিতে হবে লোন
সেবা যদি তুমি পাও কখনো যে তার
মনে রেখো দেবে খোটা দিনে সাত বার

বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

Click to Hear This Song


শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

মহান বিজয় দিবসের শুভেচ্ছা





উদয়ের পথে শুনি কার বাণী,
"ভয় নাই, ওরে ভয় নাই--
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই।'


এই মাটি তলে ঘুমাইছে অবিরাম
রফিক-শফিক-বরকত কতো নাম
কতো তিতুমির কতো ঈশা খান
দিয়েছে জীবন দেয়নি কো মান

আমরা হারবনা,হারবনা
তোমার মাটির একটি কণাও ছাড়বনা
আমরা পাজর দিয়ে দূর্গ ঘাটি গড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি




সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।

মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন



যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা।

 সম্পূর্ণ গান

বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

তুমি যে নাটের গুরু

মনির খান


তুমি যে নাটের গুরু বাকিয়ে জোড়া ভুরু
বুকের মধ্যে বইসা তুমি কল কাঠি যে নাড়ো

তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো


দিবস যখন আসে রে ভাই সূর্য জ্বালাইয়া

রাত্রি তখন যায়রে কোথায় দূরে পালাইয়া
তুমি দিনের বেলা রাত সাজো, রাতের বেলা দিন সাজো
 ইচ্ছে মতো বহুরূপী রুপ যে তুমি ধরো
তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো

নয়ন মেলে ডাকো যখন দৃষ্টি বাড়াইয়া
কাছে গেলে কোথায় তুমি যাও পালাইয়া
তুমি দূরে গেলে আপন ভাবো কাছে এলে পর ভাবো
ইচ্ছে মতো নিয়ম ভাঙো নিয়ম তুমি গড়ো 
তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো
 
তুমি যে নাটের গুরু বাকিয়ে জোড়া ভুরু
বুকের মধ্যে বইসা তুমি কল কাঠি যে নাড়ো
তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো


 tumi je nater guru
 

Hear Here