রবিবার, ৩১ জুলাই, ২০১৬

তোমার বাড়ির মায়ায় পড়েছি

সাজু
তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি
তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি
তোমার বাড়ির গেটের আমি মায়ায় পড়েছি
তোমার বাড়ির জানালার মায়ায় পড়েছি
এই ভেবোনা তোমার বাবার ধনের লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।
তোমার বাড়ির ছাদের আমি মায়ায় পড়েছি
তোমার বাড়ির বারান্দার মায়ায় পড়েছি
তোমার পড়ার টেবিলের মায়ায় পড়েছি
তোমার বাড়ির ময়না পাখির মায়ায় পড়েছি
এই ভেবোনা তোমার বাবার ধনের লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।
তোমার বাঁকা ঠোঁটের হাসির মায়ায় পড়েছি
তোমার কাজল কালো চোখের মায়ায় পড়েছি
তোমার চুলের গন্ধের আমি মায়ায় পড়েছি
তোমার সুন্দর নাকের আমি মায়ায় পড়েছি
এই ভেবোনা তোমার কায়ার মায়্যার লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।
তোমার হেলে-দুলে চলার মায়ায় পড়েছি
তোমার চোখের চাহনির মায়ায় পড়েছি
তোমার এলো কেশের আমি মায়ায় পড়েছি
তোমার মুখের মিষ্টি কথার মায়ায় পড়েছি
এই ভেবোনা তোমার কায়ার মায়্যার লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।
তোমার লাল দোপাট্টার মায়ায় পড়েছি
তোমার ঐ কপোলের টিপের মায়ায় পড়েছি
তোমার পায়ের নূপুরের মায়ায় পড়েছি
তোমার নাকের নোলকের মায়ায় পড়েছি
এই ভেবোনা শুধু অলংকারের লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।
তোমার আলতা রাঙা পায়ের মায়ায় পড়েছি
তোমার কানের ঝুমকো দুলের মায়ায় পড়েছি
তোমার হাতের চুড়ির আমি মায়ায় পড়েছি
তোমার গলার মালার মায়ায় পড়েছি
এই ভেবোনা শুধু অলংকারের লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।
তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি
তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি
তোমার বাড়ির গেটের আমি মায়ায় পড়েছি
তোমার বাড়ির জানালার মায়ায় পড়েছি
এই ভেবোনা তোমার বাবার ধনের লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।

Click To Hear This Song

নিঝুম সন্ধ্যায়

লতা মঙ্গেশকর 

নিঝুম সন্ধ্যায়
পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়।।
দূর পাহাড়ের
উদাস মেঘের দেশে।
ওই গোধুলীর
রঙিন সোহাগ মেশে।
বনের মর্মরে
বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রেখে হায়।।
কোন অপরূপ
অরূপ রূপের রাগে।
সুর হয়ে রয়
আমার গানের আগে।
স্বপন কথাকলি
ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায়।।

আমার মাঝে নেই এখন আমি


শিল্পীঃ সামিনা চৌধুরী ও আসিফ
অ্যালবামঃ রানী কুঠির বাকী ইতিহাস
সুরকারঃ এস আই টুটুল
গীতিকারঃ কবীর বকুল


আমার মাঝে নেই এখন আমি,
স্বপ্নের সিড়ি বেয়ে স্বর্গে নামি
যেন অন্য রকম এক ভালবাসাতে,
ডুবে আসি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসি কবি
ভাল লাগে রাত, ভাল লাগে চাঁদ,
ভাল লাগেরই সবই, হই…..হই…হই…
ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল
ভাল লাগেরে সবই
সা সা সা সা নি ধা নি
সা সা সা সা রে সা
ও…ও…ও যেদিকে তাকাই যেখানে চোখ যায়
সেখানে দেখি তোমায়
লুকোচুরি মন লুকোচুরি সুখ
লুকিয়ে রয় ভাবনায়।।
যেন অন্য রকম এক ভালবাসাতে,
ডুবে আসি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসি কবি
ভাল লাগে রাত, ভাল লাগে চাঁদ,
ভাল লাগেরই সবই, হই…..হই…হই…
ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল
ভাল লাগেরে সবই
হৃদয়ে কাঁপন তুলেছে হাওয়া, তুমি কি হাওয়ার নুপুর
জাগিয়ে রাখ সুখের দোলায়, আমাকে রাত্রি দুপুর ।।
যেন অন্য রকম এক ভালবাসাতে,
ডুবে আসি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসি কবি
ভাল লাগে রাত, ভাল লাগে চাঁদ,
ভাল লাগেরই সবই, হই…..হই…হই…।।

কথা


শিল্পীঃ পারভেজ
সুরকারঃ হৃদয় খান
গীতিকারঃ গুঞ্জন চৌধুরী

কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে..
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই..একা।
যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই..একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে..
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই..একা।
বলবে কি কথা যত সবই জানা
কথার প্রাচীর ভেংগে দাও..
ভুলে যাও মিছে ভালোবাসার দেনা
বিষাদের গোধূলি ঢেকে দাও।
যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই..একা।
নিরবে জমে উঠা কত কথা
চোখের পাতায় সাজানো..
সে ছবি চেয়ে দেখো না অযথা
দেখো না ফিরে তো কখোনো।
যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই..একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে..
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই..একা।

ki hobe r kotha bole

আকাশ এতো মেঘলা


শিল্পীঃ সতীনাথ মুখোপাধ্যায়
অ্যালবামঃ পাষানের বুকে লিখো না
সুরকারঃ সুধীন দাসগুপ্ত

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার ।।
গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন ।।
সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর
আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার ।
আঁধারো ছায়াতে চেয়েছি হারাতে
দু’বাহু বাড়াতে তোমারি কাছে ।।
যাক না এমন এইতো বেশ
হয় যদি হোক গল্প শেষ ।।
পূর্ন হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতার ।
আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার

বিহুরে লগন

বিহুরে লগন মধুরে লগন,
অকাশে বাতাসে লাগিল রে
চম্পা ফুটিছে চামলী ফুটিছে,
তার সুবাসে ময়না আমার ভাসিল রে
হলুদ বরন মেঘলা এ তার যৌবন উছলায়
লাল ওরনার আড়াল দিয়া চক্ষু দুটি চায়
খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়
বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়
বিহুরে লগন মধুরে লগন,
অকাশে বাতাসে লাগিল রে
নাচিতে নাচিতে তার ভরা যৌবন
বিহুর সাজে সবার মাঝে অসিল রে
তাহার নাচ দেখি অমার অঙ্গ অবস হয়
ঢোলের কাঠি দুহাত থিকে অপনি খসি যায়
জগত জুড়ি বিহুর পরব খুসি জে ছ​ড়ায়
বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়
বিহুরে লগন মধুরে লগন,
অকাশে বাতাসে লাগিল রে
চম্পা ফুটিছে চামলী ফুটিছে,
তার সুবাসে ময়না আমার ভাসিল রে

যখন আমি শিশু ছিলাম মায়ের কোলে ছিলো বাড়িঘর

যখন আমি শিশু ছিলাম মায়ের কোলে ছিলো বাড়িঘর
আমি কাঁদলে কেঁপে উঠতো জননীর অন্তর।।
হাসতাম যখন মধুর হাসি
মায়ের হৃদয় উঠতো তখন খুশিতে ভরে
আমার যখন অসুখ হতো
মা জননী জেগে রইতো সারা রাত্রি ধরে
আমার জন্যে মায়ের অন্তর করিতো ধরফর।।
মা জননী স্নেহের সাগর
দুনিয়াতে এত আদর কে করিতে পারে
মা হারা সন্তানে বলে
বুক ভেসে যায় চোখের জলে, জল তো শুকায় না রে
মায়ের মত করে কেউ তো করে না আদর।।


শিল্পীঃ সাহস মোস্তাফিজ
সুরকারঃ এ কে এম মোস্তাফিজুর রহমান
গীতিকারঃ এ কে এম মোস্তাফিজুর রহমান

এই যে দুনিয়া

আব্দুল আলীম 
এই যে দুনিয়া কিসের লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
ছায়া বাজী পুতুল রূপে বানাইয়া মানুষ।
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ।
যেমনি নাচাও তেমনি নাচি।
তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ।
তুমি বেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ।
আমার মনে এই আনন্দ।
কেবল আল্লাহ তোমায় চাই আমি।
তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর
সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়
তুমি বাঁচাও তুমি মার।
তুমি বীনে কেহ নাই আল্লাহ, তুমি বীনে কেহ নাই।।

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

তোমার আমার প্রেম



তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি,
দূরে, তবু দূরে, সরে থাকতে পারিনি,
কাছে, এসে কেন,কাছে আসতে পারিনি,
আমি আজ বুঝিনি, আমি আজ বুঝিনি
তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি।
সুরে সুরে গান কবিতায় তোমাকেই খুঁজে মন তবু হায়,
তুমি দাও না ধরা।
বারে বারে কথা থেমে যায়
আরও এক জীবন মনে হয় থাকে দিশেহারা।
মনে অনুরাগে বাজে একূল রাগিনি,
কাছে এসেও কেন কাছে আসতে পারিনি,
আমি আজ বুঝিনি, আমি আজ বুঝিনি।
তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি।।
এলোমেলো ঝড় এইবুকে কিছুতেই থামে না,
কমে না তবু ভালোবাসা।
ওওও মেঘে মেঘে ঢাকা দুচোখে আসা রোদ ওঠেনা,
কাটে না ধোঁয়া ধোঁয়া-কুয়াশা।
বুকে ব্যাথা দাগেই, লেখো একূল কাহিনী।
কাছে, এসে কেন, কাছে আসতে পারিনি।
আমি আজ বুঝিনি, আমি আজ বুঝিনি।
তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি।।।

সিনেমা ঃ জানেমান  

tomar amar prem



তোমার আমার প্রেম



তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি,
দূরে, তবু দূরে, সরে থাকতে পারিনি,
কাছে, এসে কেন,কাছে আসতে পারিনি,
আমি আজ বুঝিনি, আমি আজ বুঝিনি
তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি।
সুরে সুরে গান কবিতায় তোমাকেই খুঁজে মন তবু হায়,
তুমি দাও না ধরা।
বারে বারে কথা থেমে যায়
আরও এক জীবন মনে হয় থাকে দিশেহারা।
মনে অনুরাগে বাজে একূল রাগিনি,
কাছে এসেও কেন কাছে আসতে পারিনি,
আমি আজ বুঝিনি, আমি আজ বুঝিনি।
তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি।।
এলোমেলো ঝড় এইবুকে কিছুতেই থামে না,
কমে না তবু ভালোবাসা।
ওওও মেঘে মেঘে ঢাকা দুচোখে আসা রোদ ওঠেনা,
কাটে না ধোঁয়া ধোঁয়া-কুয়াশা।
বুকে ব্যাথা দাগেই, লেখো একূল কাহিনী।
কাছে, এসে কেন, কাছে আসতে পারিনি।
আমি আজ বুঝিনি, আমি আজ বুঝিনি।
তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি।।।

সিনেমা ঃ জানেমান  

Click Here To Hear This Nice Song