সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে

Singer: Arijit Singh & June Banerjee
Music: Savvy
Lyrics: Prasen


কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে 
রেখে দে নয়তো দে উড়িয়ে
 কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে 
রেখে দে নয়তো দে উড়িয়ে 
ও... আমাদের প্রেমের পরোয়ানা জারি 
হয়ে গেছে অনেক আগে 
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে 
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে 
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে 
ও পিয়া রে পিয়া চএকটা গল্প বলার আছে 
 এলো আলাপ এর দিন 
কানো আজ থাকিস দুরে 
এলো হাওয়া কি রোগিন 
বেঁচে ও তো থাকছে মরে 
হো আমাদের মনের দেওয়া নেওয়া কবে 
হয়ে গাছে আনেক আগে 
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে 
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে 
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে 
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে 
Hey. I can't live without you 
And this is so much true 
Can't live without you... 
Hey. I can't live without you 
And this is so much true 
Can't live without you... 
আসে... উদাস এ সময়... 
তোকে মনে পড়ে রোজ 
ভাসে... না পাওয়ার ভয়... 
মনের অবস্থাটা বোঝ
ও... হে আমাদের প্রেমের পরোয়ানা জারি 
হয়ে গেছে অনেক আগে... 
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে 
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে 
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে 
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে 
Hey. I can't live without you 
And this is so much true 
Can't live without you... 
Hey. I can't live without you 
And this is so much true 
Can't live without you...

o priya re ayna ektu kache


রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭

তুমি বেশ বদলে গেছো

ফাতেমা তুজ জোহোরা 

তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না
তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না
জানিনা কোন সাগরের.........
জানিনা কোন সাগরের ঝিনুক থেকে
একটি বার ও পলক ফেরাও না।
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না ।

বিকেলের সোনা যেমন ঝিলের জলে,
প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তোলে,
তেমনি চাওয়ার ছিলো তোমার কাছে,
সাগর তলের তেমন কোনো পান্না হীরাও না....
সাগর তলের তেমন কোনো পান্না হীরাও না।
তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না ।


যে ঘাটে নোঙর ফেলে নিজের হাতে
দুচোখে স্বপ্ন নিয়ে দিন কাটাতে,
সে ঘাটের রংমহলায় খিল দিয়ে আজ
পোষ মানানো পাখির ডাকেও একটু তাকাও না ।

তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না
জানিনা কোন সাগরের ঝিনুক থেকে
একটি বার ও পলক ফেরাও না ।

Surmayee Ankhiyon Mein

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

Mustafa mustafa

Ooh yeah friendship

Ooh yeah friendship

Friendship is what we are looking for

Mustafa mustafa don't worry mustafa

Hum hain tumhaare mustafa

Mustafa mustafa don't worry mustafa

Hum hain tumhaare mustafa

Day by day badhta hai dil dil se mil jaata hai

Jaadu hai aisa friendship ka

Mustafa mustafa don't worry mustafa

Hum hain tumhaare mustafa

Ooh yeah friendship

Ooh yeah friendship

Aankhon ki raahon se dil pe chha jaate hai

Apne ban jaate hai jo dil hain anjaane

Schoolon mein yaari hai

College mein yaari hai

Ye zindagi hai yaari sunle deewane

Milna milaana hai masti lutaana hai

Yaari ke aage kya ye jaldi sunna hai

Khushiyon ke saagar mein yaari ki kashti hai

Na hai kinaara aage badhte jaana hai Ho ho..

Mustafa mustafa don't worry mustafa

Hum hain tumhaare mustafa

Hum hain tumhaare mustafa

Day by day badhta hai dil dil se mil jaata hai

Jaadu hai aisa friendship ka Jaadu hai aisa friendship ka

Mustafa mustafa don't worry mustafa

Hum hain tumhaare mustafa

Ye aasmaan hai kya ek panchhi ke aage

Saagar ye kya hai yaara machhli ke aage

Tu bas hanste hi ja har pal muskaate ja

Phir gam ki hasti kya yaara tere aage

Jeewan to gadi hai isko to chalna hai

Raahon mein station to aate hain jaate hain

Gum tera station hai isko to jaana hai

Chalta chal khushiyon ka bhi station aana hai Ho ho..

Mustafa mustafa don't worry mustafa

Hum hain tumhaare mustafa

Hum hain tumhaare mustafa

Day by day badhta hai dil dil se mil jaata hai

Jaadu hai aisa friendship ka Jaadu hai aisa friendship ka

Mustafa mustafa don't worry mustafa

Hum hain tumhaare mustafa Hum hain tumhaare mustafa

Day by day badhta hai dil dil se mil jaata hai

Jaadu hai aisa friendship ka Jaadu hai aisa friendship ka

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো

শিল্পীঃ বশীর আহমেদ
সুরকারঃ খান আতাউর রহমান 

গীতিকারঃ খান আতাউর রহমান

আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি
দিয়েছো আঘাত যতো, সবই তার সয়েছি
নিঠুর ওগো, তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছি ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
এ হৃদয় ধূপসম তোমারি জ্বালায়
যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়
কিছু তার সুরভি, কিছু তার বেদনা
পড়বে তোমার মনে, যেখানেই থাকো না।
সেদিনের সে স্মৃতি, জানি গো তোমার মনে জ্বালবে না আলো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।

amake porate jodi

কাল তো ছিলাম ভালো


শিল্পীঃ রুনা লায়লা
ছায়াছবি: অন্তরে অন্তরে

কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না
নাচের কলি ফুটিয়ে দিল হাতেরও পরশে
কারে যে বলি মরেছি আমি কুমারী বয়সে
ঘরে তে মন টেকে না
বাহিরে সুখ মেলে না
না না এ জ্বালা সইতে পারি না
একেলা রইতে পারি না
কে যেন ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে
সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই আঁচলে
হৃদয়ে তার ঠিকানা
জানেনা কেউ জানে না
না না তারে যে কইতে পারি না
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না

kal to chilam valo

তুমি বড় ভাগ্যবতী


শিল্পীঃ রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবি : প্রতিদান

তুমি বড় ভাগ্যবতী
না না তুমি বড় ভাগ্যবতী
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
পরের বনে ফুল ফোটাতে হলাম এসে মালি
ফুলের মালিক আমি তবু আঁচল আমার খালি।
হাসি খুশি এই জীবনে হলো তোমার সাথী
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
স্বামীর সোহাগ নিয়ে তুমি আছ বড় সুখে
সবই আছে ঘুম নেই তবু আমার দুটি চোখে।
দুঃখে যদি সুখ থাকে কিবা এমন ক্ষতি
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
ঘরের বাঁধন চিরতরে হলো তোমার মালা
মালার মাঝেও কাঁটা আছে ধরায় বুকে জ্বালা।
ধরতে তবু পেরেছ যে সুখের প্রজাপতি
আছে আমার ঘরে আধার জ্বলে তোমার ঘরে বাতি।।

ও পলাশ ও শিমুল


শিল্পীঃ লতা মঙ্গেশকর
সুরকারঃ সলিল চৌধুরী
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার


ও পলাশ ও শিমুল
কেন এ মন মোর রাঙালে
জানিনা জানিনা
আমার এ ঘুম কেন ভাঙালে
যার পথ চেয়ে দিন গুনেছি
আজ তার পদধ্বনি শুনেছি।
ও ও বাতাস
কেন আজ বাঁশি তব বাজায়ে
দিলে তুমি এ হৃদয় সাজায়ে।।
যায় বেলা যাক না
আঁখি দুটি থাক না
সুন্দর স্বপ্নে মগ্ন
যেন এল আজ সেই শুভলগ্ন।
এ জীবনে যতটুকু চেয়েছি
মনে হয় তারও বেশি পেয়েছি।
ও ও আকাশ
কেন আজ এত আলো ছড়ায়ে
আমারে যে দিলে তুমি ভরায়ে।।

o polash o shimul

সেই মেয়েটি আমাকে ভালবাসে

খালিদ হাসান মিলু

সেই মেয়েটি আমাকে ভালবাসে
কিনা আমি জানি না
যার মেঘ কালো চুল হো… ও… ও…
হরিনী চোখ হো… ও… ও…
কন্ঠটি গানের বিনাস ও… হো… হ…।।

তার হাসি যেন শিশিরের কনা
তার দৃষ্টি যেন মায়াবী ছলনা।

তাকে না দেখেও মনে হয়
সে আমার অনেক দিনের চেনা
হো… ও… ও…।।

তার চরণ যেন নূপুরের দোলা
তার হৃদয় যেন বাতায়ন খোলা।

তাকে না পেয়েও মনে হয়
সে আমার ভালয়াসা দিয়ে কেনা
হো… ও… ও…।।
 
sei meyeti amake

সবার জীবনে প্রেম আসে

শিল্পীঃ এন্ড্রু কিশোর ও রিজিয়া রহমান
অ্যালবামঃ স্যারেন্ডার
সুরকারঃ আলম খান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার


সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।


এই মনে যত কথা বলার ছিল,
চোখের ভাষাতে বলা হল,
এই পথে যেতে যেতে দেখা হল,
এ দুটি হৃদয় আরো কাছে এল।


প্রেমের সৃতি যেন সুখের কাঁটা,
যায় না ভোলা কভু তারে।


সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।


প্রেম হলে বারে আরো প্রেমের নেশা,
প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা।
প্রেম আছে বলে আছি অনেক আশা,
বুকের গভীরে বাধে বাসা।


প্রেমের ছবি যদি প্রাণে আঁকি
যায় না মোছা কভু তারে।

সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।
sobar jibone prem ashe

রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭

একটা গান লিখো আমার জন্য

প্রতিমা মুখার্জী

একটা গান লিখো আমার জন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।।
সে গান যেন আমায় উজার করে নেয়
সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়
আমি যেন হই তোমার মাঝে ধন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।
একটা গান লিখো আমার জন্য
আমি ছিলেম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা
লিখেছি তোমায় মনের আখরে অনেক ছন্দ লিপিকা।
সেদিন আজো আমার মনে পড়ে যায়
এমন করে যেন আমায় খুঁজে পায়
জীবন তরী যে কোথায় সহজ পণ্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।
একটা গান লিখো আমার জন্য



 ekta gaan likho amar jonno

বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন


শিল্পীঃ নকুল কুমার বিশ্বাস
সুরকারঃ নকুল কুমার বিশ্বাস
গীতিকারঃ নকুল কুমার বিশ্বাস

যদি আগুন লেগে ধবংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।।
করবে কেমন করে কোরআন ধংস আগুনেরও তেজ
আছে বিশ্ব ভরা অগনিত কোরআনে হাফেজ
তারা আবার ছাপায়ে আসমানী গ্রন্থ
বাচাবে ইসলামের মান
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।
করলো কোরআন নিয়ে কত লোকে আদালতে কেস
লিখলো সালমান রুশদী বিদ্বেষ পূর্ন স্যটানিক ভার্সেস
তবু আল কোরআনের নূরের বাতি ।।
সারা বিশ্বে বিদ্যমান
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।।
দেখ পাকিস্তানের জিয়া মরলো দূর্ঘটনায় ভাই
তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই
যেমন ছিল তেমন আছে
একটি সুরাও হয়নি ম্লান
তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।।
যারা কোর আন ধংস করতে চায়
জানে না তাহারা ।।
ঐ গ্রন্থের প্রতি পাতা
ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা
এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন
আমার বিশ্ব নবীর সাধনার ধন
নহুল কয়না ফুলের দান
তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।
এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।

যেতে যেতে কেন পড়ে বাঁধা

তপন চৌধুরী 

যেতে যেতে কেন পড়ে বাঁধা
মন তো আর মানে না
মেঘ কেঁটে গেছে বহু দূরে
ঝড়তো তবুও থামে না।
পথে বাঁধা আমার।
দিন যায় রাত আসে
স্বপ্ন চোখে ভাসে
আমি কী পাবো তার ঠিকানা।।
কত স্মৃতি কত আশা
এ আমার ভালবাসা।
তুমি তো ভুলেও ফিরে এলে না।।

jete jete keno pore badha

একদিন ঘুম ভেঙ্গে দেখি


শিল্পীঃ শেখ ইশতিয়াক
অ্যালবামঃ নন্দিতা
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু


একদিন ঘুম ভেঙ্গে দেখি
সুখের সমদ্র শুকিয়ে গেছে
জীবনের কল্পনা নিস্প্রান দেহ হয়ে
শুকনো বালুর বুকে পড়ে আছে।।
নীল নেই আকাশে নেই কোন নীল
ভাসে না চোখে আর আলো ঝিলমিল
শুভ্র মেঘগুলি কালো শাড়ি পড়ে
উড়ায় বিষাদের আচল।
সূর্যটা যেন আজ আড়ালে লুকিয়ে
থেকে থেকে দেয় উকি।
একদিন ঘুম…….।।
কূল নেই জীবনের ভেঙ্গে দুকূল
অকালে ঝরে গেছে প্রেমের মুকুল
স্তব্ধ হয়ে আছে পাখিগুলি ভোরে
কান্নার ঢেউ চেপে বুকে।
শেষ হয়ে গেছে আজ আশা যত জীবনে
মরণ যেন শুধু বাকি।
একদিন ঘুম…….।।

ekdin ghum venge dekhi

রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্

কাজী নজরুল ইসলাম


রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্
খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়।
ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে
কুসুম ছড়ায় পথের বালুকায়।।
তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার,
সে যেতে যেতে ছড়ায় পথে পাথর-কুচির হার।
তার ডালিম ফুলের ডালি গোলাপ-গালের লালি
ঈদের-চাঁদ ও চায়।।
আরবি ঘোড়ায় সওয়ার হয়ে, বাদ্‌শাজাদা বুঝি
সাহারাতে ফেরে সেই মরীচিকা খুঁজি
কত তরুণ মুসাফির পথ হারালো, হায়!
কত বনের হরিণ মরে তারি-রূপ তৃষায়।।

rum jhum 

রানার


শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
সুরকারঃ সলিল চৌধুরী
গীতিকারঃ সুকান্ত ভট্টাচার্য


রানার গ্রামের ডাক হরকরা
রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের
খবরের বোঝা বয়ে সে পৌছে দেয় দোরে দোরে
কিন্তু তার খবর কে রাখে)
রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে
রানার চলেছে খবরের বোঝা হাতে,
রানার রানার চলেছে,রানার!
রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার।
দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার
কাজ নিয়েছে সে নতুন খবর আনার।।
রানার! রানার!
জানা-অজানার
বোঝা আজ তার কাঁধে,
বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে।
রানার চলেছে, বুঝি ভোর হয় হয়।
আরো জোরে, আরো জোরে, হে রানার দুর্বার দুর্জয়
তার জীবনের স্বপ্নের মত পিছে সরে যায় বন,
আরো পথ,আরো পথ-বুঝি হয় লাল ও-পূর্ব কোণ
অবাক রাতের তারারা আকাশে মিট্ মিট্ করে চায়;
কেমন করে এ রানার সবেগে হরিণের মত যায়।
কত গ্রাম, কত পথ যায় সরে সরে
শহরে রানার যাবেই পৌঁছে ভোরে।
হাতে লন্ঠন করে ঠন্ ঠন্, জোনাকিরা দেয় আলো
মাভৈঃ; রানার! এখনো রাতের কালো।
এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,
পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে
ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে
অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে,
ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে
রানার! রানার!
এ বোঝা টানার দিন কবে শেষ হবে?
রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?
ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,
পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া,
রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,
দস্যুর ভয়, তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে।
কত চিঠি লেখে লোকে-
কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে।
এর দুঃখের চিঠি পড়বেনা জানি কেউ কোন দিনও
এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ।
এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে
এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে
দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি-
এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি।
রানার! রানার! কি হবে এ বোঝা বয়ে?
কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে? ।।
রানার! রানার! ভোর তো হয়েছে-আকাশ হয়েছে লাল
আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল? ।।
রানার! গ্রামের রানার!
সময় হয়েছে নতুন খবর আনার
রানার, রানার……।।

runner 

ছিপ নৌকো


শিল্পীঃ কনা, তাহসান
অ্যালবামঃ খেয়াল পোকা
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ প্রিন্স মাহমুদ



আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
আড়াল দেয়াল রেখোনা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
লাজুক লিরিক আর কল্পনা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ চোখের তারায় জলকণা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ লাজুক লিরিক, কল্পনা
আরণ্যক পৃথিবী এক; সে সবার মতো নয়
তাই লাজুক লিরিকগুলো অগুছালোই রয়
অদ্ভুত তার ভুলগুলো, চোখের তারায় ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা
আমি অতি সাধারণ, অনিন্দ্য কিছু নই
তোমার দেখার চোখটাই অবাক; তাই এমন মনে হয়
অদ্ভুত এই ভুলগুলো, চোখের তারার ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা
তোমার ছিপ নৌকোয় যাবে, সেই ‘অন্য মেয়ে’
তুমিও আড়াল রেখোনা
লাজুক লিরিক আর কল্পনা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ চোখের তারায় জলকণা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ লাজুক লিরিক, কল্পনা

Click to View This Nice Song

cheep nouko

ঝুম

মিনার রহমান

 ঝুম

তুমি আমায় ডেকেছিলে
এক মেঘে ঢাকা দিনে
কেন আমি দেইনি সাড়া
আমার চোখে আকাশ দেখে
তুমি বলেছিলে কিছু
বুঝিনি কেন সেই ইশারা

এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দুরে দুরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দুরে দুরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুজি

আলো আধারির এ মায়ায়
এই অবেলায়
মন যে হারায়
চেনা মেঘে ভচেনা কত পথ
হঠাত কেনো থমকে দাঁড়ায়

তোমার আমার ফেলে আসা যত
রঙিন রঙিন স্মৃতি
লুকিয়ে অবুঝ ঠিকানায়
অচিনমনের অচিন কোন কোণে
বন্দী আজও আমি
ভুল সে পথের সীমানায়

এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দুরে দুরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দুরে দুরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুজি

Click to Hear 

jhum

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

চুপি চুপি কিছু কথা


শিল্পীঃ কবিতা কৃষ্ণমূর্তি
ছায়াছবি মনের মাঝে তুমি
গীতিকারঃ প্রিয় চট্টপধ্যায়


চুপি চুপি কিছু কথা বলে যদি ভালবাসা স্বপ্ন আসে
দুটি চোখের দুটি তারা মিটি মিটি জ্বলে যদি চাঁদ যে হাসে
এই চোখের দুটি তারায় শুধু তুমি যে তুমি,,,,,,,,,প্রেমি, প্রেমি প্রেমি
একটু কাছে থাকায়,
একটু চোখের দেখায়
এই মনে জাগে আরো কতো যে আশা,
তুমি যে স্বাথী আমার
আমি যে প্রেমি তোমার
বলোনা বুঝবে কবে এই ভালবাসা।
কাছে থেকেও বুঝোনা হায় কেন যে শূন্য শূন্য মন
মনে মনে দিন গুনে যায় জানি না চিনবে কি কখোন…… প্রেমি, প্রেমি প্রেমি
আমি সেই ময়না পাখি, বুঝনি আজো তা কি
যখনি দুরে থাকো এই মনে শ্রাবন
তোমারি মনের আকাশ দিল সকালের আভাস
কবে সেই প্রেমের আলো পাবে এ জীবন
বুঝিনা হায় কেনো তোমার এতো যে অন্য অন্য মন
জেগে থাকি রাতে একা লাগে যে শূন্য এ ভুবন,….. প্রেমি, প্রেমি প্রেমি

chupi chupi kichu kotha

আশা আমার ভালোবাসা


শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
ছায়াছবি : শেষ ঠিকান


আশা আমার ভালোবাসা
আশা আমার ভালোবাসা।।
তোমাকে নিয়ে গড়েছি বুকে
প্রেমেরই ছোট্ট বাসা।।
তুমি যদি নদী হও, আমি হব ঢেউ
কত ভালোবাসি আমি জানে না তো কেউ
তুমি খাচা হলে আমি পাখি হতে চাই
পিয়া পিয়া বলে শুধু ডেকে যেতে চাই
খুজেছি যারে পেয়েছি তারে পেয়েছি সুখের দিশা
তুমি আমার ভালোবাসা।
আশা আমার ভালোবাসা।
এত ভালোবাসি তাই মনে জাগে ভয়
এত সুখ পেয়ে যদি হারাতে হয়
আমি আছি কাছাকাছি রব চিরকাল
হব না কোনদিন চোখেরই আড়াল
যেওনা দূরে আমাকে ছেড়ে ভেংগোনা স্বপ্নবাসা ।
আশা আমার ভালোবাসা।
তুমি আমার ভালোবাসা।।

asha amar valobasha

খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে


শিল্পীঃ রথীন্দ্র নাথ রায়
ছায়াছবি: নালিশ


খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে।
পাপ পূণ্যের বিচার এখন মানুষে করে।।
আমার দুঃখের কথা শোনার মত কোন মানুষ নাই
আমি কার কাছে জানাই
আমার চক্ষের পানি মুছার মত আপন কেহ নাই
আমি কোথায় পাবো ঠাই
আজ শোনরে মানুষ শোন
এই দুঃখেরই আগুন
(ও) আর কতকাল জ্বালিয়ে রাখবি আমার অন্তরে
পাপ পূণ্যের বিচার এখন মানুষই করে।।

khodar ghore nalish korte

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

মা


শিল্পীঃ সুমন হাফিজ
অ্যালবামঃ এলোমেলো
সুরকারঃ সুমন হাফিজ
গীতিকারঃ কাঙ্ক্ষিতা সাইকী

শহর ছেড়ে অনেক দুরে
অজানা এক গাঁয়ের পথে
মা নামের এক ছোট্ট কথা
হারিয়ে গেছে কুটির ঘরে
আজো কেন খুঁজি তাঁরে
সেই কুটিরের অন্ধকারে ।
পথ চেয়ে হায় থাকতো সে যে
সেই সে ভিক্ষারিনীর বেশে
দেইনি দেখা কইনি কথা
ডাকি নি মা ভালবেসে
কিসের মায়ায় কোন ছলনায়
দিলাম পাড়ি কোন বিদেশে ।
আজ সে মায়ার জাল কেটেছে
নি:শ্ব আমি সব হারিয়ে
তাইতো এলাম তাঁরি খোঁজে
তাঁর সে ভাঙা কুটির দ্বারে
আজ কেন কেউ জেগে নেই
তাঁরি মতন পথটি চেয়ে ।

বাবা


শিল্পীঃ সুমন হাফিজ
অ্যালবামঃ এলোমেলো
সুরকারঃ আহমেদ শাহরিয়ার পরাগ
গীতিকারঃ আহমেদ শাহরিয়ার পরাগ

বছর বছর ধরে বাবা তুমি ক্ষয়ে ক্ষয়ে
কত আশা নিয়ে বুকে গড় তুমি তিলে তিলে
পেরিয়ে সময় যখন কর্মজীবন হলো শুরু
জীবনের যতটুকু পাওয়া এ অবদান তোমারি শুধু।
তোমার চোখে ছিল শাসন-বারন ছিল পথচলা
হৃদয়েতে ছিল মায়ের স্মৃতির দুয়ার খোলা
তোমার নয়ন জুড়ে রাগ অনুরাগ কত ভালবাসা
হাজার ভাষায় ছিল অনেক না বলা কথা
দিন যায় রাত যায় তোমাকে ভাবি।
আমি শিশু থেকে কিশোর ছেড়ে হারিয়ে তোমার স্নেহ
সেই যে আমি রয়ে গেলাম ব্যাস্ত শহরজীবন
বাবা তোমার দ্বারে খবর নিতে তাইতো ছুটি ঘরে
শৈশবের সেই ছোট্ট দুর গ্রাম পথে
দিন যায় রাত যায় তোমাকে ভাবি।।

ইচ্ছে মানুষ


শিল্পীঃ শাওন গানওয়ালা
সুরকারঃ আমজাদ হোসেন
গীতিকারঃ তুষার হাসান


কি যেন হয়ে গেলো আমার অন্তরে
বাড়ছো তিলে তিলে মনের অগোচরে
এভাবে দিন যায় কত দিন আসে
মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে।
ভীষণ খরাতেও আমি ভিজে যাই
অধিকারের বৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…
আমার পরাণ যাহা চায়, তুমি তাই
এ গান শুধু তোমার জন্য গাওয়া যায়
ভালোবেসে আলগোছে আঙ্গুলের ছোঁয়ায়
লিখে দিলাম আমার নিজেকে পুরোটাই
ভালো থাকার মানে আমি খুঁজে পাই
স্নেহমাখা ঐ দৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…
ভীষণ খরাতেও আমি ভিজে যাই
অধিকারের বৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…

গানটি শুনতে ক্লিক করুন

দিন বাড়ি যায়

বাপ্পা মজুমদার

দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা !
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
যত দুরে যাই, জানিনাতো কবে
জেনে রেখো সুধু, ফের দেখা হবে !!
নদীরা বাধন হারা
আকাবাকা ছুটে যায়
সব নদী যেন তবু মিলবে মোহনায়
আমার ও নোঙ্গর বাধা
তোমার এ সে সীমানায়
মেঘেরা ছন্ন ছাড়া
নীলিমায় ভেসে যায়
জল হয়ে তবু যেন ঝরবে বর্ষায়
এই নিয়তি বাধা
তোমারি সেই আঙ্গিনায়


পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল।


শিল্পীঃ ন্যান্সি ও বেলাল খান
সুরকারঃ বেলাল খান
গীতিকারঃ মেহেদী হাসান মনির


পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল।
মুখে বলি দূরে যা মন বলে থেকে যা
দূরে গেলে মন বোঝে তুই কত আপন।।
মুখ বলে এই দূরে গেলে তুই বেশী কিছু আর হবে কি
মেঘ ঢাকা দিন চলে গেলে দেবে চাঁদ উঁকি
রাতে যখন ওঠে চাঁদ ছুঁতে চাই কেন তোরই হাত।
সারাক্ষণই যাস ছুঁয়ে তুই আমার এ মন।।
মরি ভেবে হায় উথাল পাতাল এই মনের ভেতরে কি আছে
কেন এমন হয় দূরে গেলে তুই চাই কাছে
নির্ঘুম কেন কাটে রাত কেন শুধু আর্তনাদ।
প্রতিদিন কেন তোকে ভেবে এই হৃদয় ক্ষরণ।।
মুখে বলি দূরে যা মন বলে থেকে যা।
দূরে গেলে মন বোঝে তুই কত আপন
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল।।

আরে ও প্রানের রাজা


শিল্পীঃ প্রবাল চৌধুরী ও উমা ইসলাম
অ্যালবামঃ বাদশাহ
সুরকারঃ আলী হোসেন
গীতিকারঃ
গাজী মাজহারুল আনোয়ার

আরে ও প্রানের রাজা
তুমি যে আমার
পাশে পাশে থেকো মোর
চাই না কিছু আর।।
আরে ও আমার রানী
আমি যে তোমার
তুমি ছাড়া জীবনে
নেই তো কিছু আর
(এই বলতো )
কেন আকাশ এত নীল
তোর নীল শাড়ী সে পড়েছে
আঁচল ঢেকে পড়েছে
(আচ্ছা)
কেন ফুলে এত রূপ
তোর রূপ চুরি সে করেছে
লাজে ঢোলে পড়েছে
(হায় হায়)
তোর কথার যাদুতে
আমি মেনেছি রে হার।।
(এই বলতো)
তোর চোখে আছে কী
তোর স্বপ্ন কাজল মেখেছি
ছবি এঁকে রেখেছি
(আচ্ছা)
কোথা পেলি এত প্রেম
তোর মনের ছোয়া পেয়েছি
তাই তো ভালবেসেছি
(হই হই)
মোরা হেসে খেলে পথ
দুজনে হবো পার।।

are o praner raja

আমি হ্যামিলনের সেই বাঁশীওয়ালা

শুভ্রদেব

আমি হ্যামিলনের সেই বাঁশীওয়ালা
বাজাবো বাঁশী সুরে সুরে।
তোমাকে আসতেই হবে
সেখানেই থাক যত দূরে।।
নীড়ে কী থাকে পাখি আকাশ ডাকে যদি
সাগরে ছুটে যাবেই নদী।
জানি আমার কাছে আসবে চেনা পথ ধরে
তোমাকে আসতেই হবে
সেখানেই থাক যত দূরে।।
মেঘের আকাশে জ্বলে হাজার তাঁরার আলো
আমাকে জানি বাস ভাল।
তুমি চাঁদের মত হাসবে আমার আকাশ জুড়ে
তোমাকে আসতেই হবে
সেখানেই থাক যত দূরে।।

ও মোর ময়না গো


শিল্পীঃ লতা মঙ্গেশকর
সুরকারঃ সলিল চৌধুরী
গীতিকারঃ সলিল চৌধুরী


ও মোর ময়না গো / ও মোর ময়না গো

কার কারণে তুমি একলা ?

কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?

সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না

ও মোর ময়না গো 
দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া

কি বিরাগের রাগিনী যাও গাহিয়া

দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া

কি বিরাগের রাগিনী যাও গাহিয়া

সবুজে সবুজে ভরা বনানী / ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?

সবুজে সবুজে ভরা বনানী / ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?

হায়রে হায়রে বুঝি তা জানোনি

ময়না গো

ও মোর ময়না গো

কার কারণে তুমি একলা ?

কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?

সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না

ও মোর ময়না গো
ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে

কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?

ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে

কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?

যা কিছু হারায়ে গেল যাকনা

নীল আকাশে মেলো পাখনা

যা কিছু হারায়ে গেল যাকনা

নীল আকাশে মেলো পাখনা

দাওরে দাওরে মেলে পাখনা

ময়না গো

ও মোর ময়না গো

কার কারণে তুমি একলা ?

কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?

সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না

ও মোর ময়না গো

হয় না আর এমনতো হয় না


 শিরোনামহীন

হয় না আর এমনতো হয় না 
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না। 
সূর্য লাল বৃক্ষ সবুজ,
আমি কান্দি ঘরের কোনায়, তুমি অবুঝ। 
বৃক্ষ আকাশ সূর্য মিলে ঝরনার কথা কয় না, 
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না। 
মেঘ কালো আধার কালো 
মৃত্যুর বুঝি মরন হলো। 
উদাস আকাশ, উত্তাল বাতাস পথের বাঁকে রয় না 
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না। 
মেঘের নৃত্য তারার মেলা 
সোঁদা মাটি রাঙ্গা আলোয় বৃষ্টির খেলা। 
তোমার অশ্রু আমার চলা একতারেতে রয় না 
সাগর জলে ঝরনার চলন মনের কথা কয় না।


hoyna emon to hoyna

কাছে এসো যদি বলো


শিল্পীঃ খন্দকার ফারুক আহমেদ ও সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ আবির্ভাব
সুরকারঃ সত্য সাহা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার


কাছে এসো যদি বলো তবে দূরেই কেন থাক
ভাল লাগে যদি বলো তবে তোমার পাশে রাখ
আমি থাকবো নাকি চলে যাব তুমি নতুন করে ভেবে দেখো।।
(কোথায় যাবে শুনি)
ঐ যে দিগন্তে ছাড়িয়ে সীমানা হংসমিথুন যেথা মেলেছে ডানা।
সেথা নির্জনে রব আনমনে সেথা আমি নির্জনে রব একা আনমনে
ক্ষতি নেই সাথে যদি নাই বা থাকো
(পারবে আমাকে ছেড়ে থাকতে
হুম..খুব পারবো)
ছিলে না যখন তুমি আমারই হয়ে
সময় আমার কী গো যায়নি বয়ে।
(বেশ তা হলে আমি চিলে যাচ্ছি)
আমি যে তোমারই সে কি গো বুঝো না
মিথ্যে অভিমানে চলে যেও না।
যুগ যুগ ধরে এই অন্তরে কত যুগ যুগ ধরে
আছো গো এই অন্তরে আমার ছিলে তুমি আমারই থেকো
না না থাকবো না আমি চলেই যাব
তুমি একা বসে বসে ভাব।।
কাছে এসো যদি বলি তবে দূরেই কেন রাখো
ভাল লাগে যদি বলি তবে তোমার পাশে রেখো
আমি থাকবো ওগো চিরতরে তোমারই ছিলাম আমি তোমারই রবো।।

এখন তো সময় ভালোবাসার


শিল্পীঃ রুনা লায়লা ও আগুন
অ্যালবামঃ কেয়ামত থেকে কেয়ামত
গীতিকারঃ আলম খান


এখন তো সময় ভালোবাসার
এ দুটি হৃদয় কাছে আসার
তুমি যে একা আমিও যে একা
লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়।।
পেয়েছি তোমাকে এতদিনে
যেও না সরে গো আভিমানে।
আমি তোমারই ও বুকের ****।।
কী ছোয়া আমাকে দিলে তুমি
রাত দিন তোমাকে ভাবি আমি।
কেন বোঝ না প্রেমেরও পাগলামি।।

একা একা কেন ভাল লাগে না

রুনা লায়লা

একা একা কেন ভাল লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কী হতে কী হয়ে গেল
আমি নিজেই তো কিছুই বুঝি না
মেঘ যদি ডাকে উতলা হয়ে
ময়ূরী নাচে হো ও….
মন খুজে যাকে সে কেন আজো আড়ালে আছে
উজাড় করে দিব সবই তারই কাছে (হো ও…)
মৌবনে মৌমাছি কেন আসে না।।
স্বপ্ন দেখে চলি প্রতি দিবস রাতে
ঝর ঝর ঝর্ণা মন কেউ নিলো না।।

দিনগুলি মোর সোনার খাঁচায়

সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।
আমার প্রাণের গানের ভাষা
শিখবে তারা ছিল আশা-
উড়ে গেল, সকল কথা কইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।
স্বপন দেখি, যেন তারা কার আশে
ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।
এত বেদন হয় কি ফাঁকি।
ওরা কি সব ছায়ার পাখি।
আকাশ-পারে কিছুই কি গো বইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।

ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়


শিল্পীঃ সমবেত সংগীত
সুরকারঃ আব্দুল লতিফ
গীতিকারঃ আব্দুল লতিফ


ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ।।
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে
ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে-পায়ে
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ।।
কইতো যাহা আমার দাদায়, কইছে তাহা আমার বাবায় ।।
এখন কও দেহি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়
কও দেহি ভাই
এখন কও দেহি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ।।
সইমু না আর সইমু না, অন্য কথা কইমু না
যায় যদি ভাই দিমু সাধের জান, আহা যায় যদি ভাই দিমু সাধের জান,
এই জানের বদল রাখুম রে ভাই, বাব-দাদার জবানের মান
ও হো..হো..হো….বাব-দাদার জবানের মান
যে শুইনাছে আমার দেশের গাঁওগেরামের গান
নানান রঙয়ের নানান রসে, ভইরাছে তার প্রাণ ।।
যপ-কীর্তন, ভাসান-জারি, গাজীর গীত আর কবি সারি ।।
আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়
বাংলাদেশের
আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়
ওরা কাদের মুখের কথা কাইরা নিতে চায় ।।
তারি তালে তালে হৈ ঢোল করতাল বাজে ঐ
বাশি কাশি খঞ্জনি সানাই, (আহা) বাশি কাশি খঞ্জনি সানাই
এখন কও দেখি ভাই এমন শোভা কোথায় গেলে দেখতে পাই
ও হো..হো..হো….কোথায় গেলে দেখতে পাই
পূবাল বায়ে বাদাম দিয়া লাগলে ভাটির টান
গায়রে আমার দেশের মাঝি
ভাটিয়ালি গান, (ভাইরে) ভাটিয়ালি গান
তার ভাটিয়াল গানের সুরে মনের দুসখু যায়রে দূরে
বাজায় বাশি সেইনা সুরে রাখাল বনের ছায়
রাখাল বনের ছায়
ওরা যদি না দেয় মান আমার দেশের যতই যাক
তার সাথে মোর নাড়ীর যোগাযোগ, আছে তার সাথে মোর নাড়ীর যোগাযোগ
এই আপদ-বিপদ দুঃখে কষ্টে এ গান আমার ভোলায় শোক
ও হো..হো..হো….এ গান আমার ভোলায় শোক
এই ঠুং ঠুংয়া ঠুং দোতারা আর সারিন্দা বাজাইয়া
গায়ের যোগী ভিক্ষা মাগে প্রেমের সারি গাইয়াগো
প্রেমের সারি গাইয়া ।।
একতারা বাজাইয়া বাউল ঘুচায় মনের সকল আউল ।।
তারা মার্ফতি মুর্শিদি তত্ত্বে পথের দিশা দিয়া যায়
মার্ফতি মুর্শিদি তত্ত্বে পথের দিশা দিয়া যায়
ওরা তাদের মুখের কথা কাইরা নিতে চায় ।।
ওরে আমার বাংলারে, ওরে সোনার ভান্ডারে
আরো কত আছে যে রতন আহা আরো কত আছে যে রতন
মূল্য তাহার হয়না দিলেও মনি মুক্তা আর কাঞ্চন
ও হো..হো..হো….মনি মুক্তা আর কাঞ্চন
আরেক কথা মনে হইলে আঁখি ঝইড়া যায়
ঘুমপাড়াইনা গাইত যে গান মোর দুঃখিনী মায় ।।
ওমায় সোনা মানিক যাদু বলে চুমা দিয়া লইত কোলে
সোনা মানিক যাদু বলে চুমা দিয়া লইত কোলে
আরো আদর কইরা কইত মোরে আয় চান আমার বুকে আয়
আদর কইরা
আরো আদর কইরা কইত মোরে আয় চান আমার বুকে আয়
ওরা মায়ের মুখের কথা কাইরা নিতে চায় ।।
কও আমার মায়ের মত গান, আমার মায়ের মত প্রাণ
বাংলা বিনে কারো দেশে নাই, বাংলা বিনে কারো দেশে নাই
এই মায়ের মুখের মধুর বুলি কেমন কইরা ভুলুম ভাই
ও হো..হো..হো….কেমন কইরা ভুলুম ভাই
এই ভাষারই লাইগা যারা মায়ের দেয় ভুলান
দেশের মাটি বুকের খুনে কইরা গেছে লাল ।।
মনে কইরা তরার কথা কান্দে বনের তরু লতা ।।
তাইতো ঘরে ঘরে কত মা তায় চোখের জলে বুক ভাসায়
ওরা মায়ের মুখের কথা কাইরা নিতে চায় ।।
কইরো না আর দুঃখ শোক শোনরে গাঁও গেরামের লোক
শোন শোন গঞ্জের সোনা ভাই, তোমরা শোন শোন গঞ্জের সোনা ভাই
একবার বুক ফুলাইয়্যা কও দেখি ভাই
রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই ।।
রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই………

যাবার আগে কিছু বলে গেলে না

শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়

যাবার আগে কিছু বলে গেলে না
নীরবে শুধু রইলে চেয়ে
কিছু কি বলার ছিল না।।
তখনো বসন্ত শেষ চৈত্রের বেলা
তখনো বাতাস আঁচলে করে যে খেলা
তখনো পাখির গানে সাজানো ফুলের মেলা
ওদের ঐ উচ্ছ্বাস এতটুকু তুমি কি গো
তোমার হৃদয়ে পেলে না।।
এত কি অভিমান, ভুল বোঝা বল কত
কিসের বেদনাতে প্রেমকে কাঁদালে এত
কিসের অহংকারে এখনো আগেরই মত
আমার এই প্রশ্নের কোনই জবাব তুমি
এখনো আমাকে দিলে না।।

আমার বলার কিছু ছিল না


শিল্পীঃ হৈমন্তি শুক্লা
সুরকারঃ মান্না দে
গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়



আমার বলার কিছু ছিল না

না-গো আমার বলার কিছু ছিল না

চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে

তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম

আমার বলার কিছু ছিল না

সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে

আনন্দ হাসি গান সব তুমি নিলে ।।

যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে

স্মৃতি টাই গেলে তুমি ফেলে

তুমি চলে গেলে

আমার বলার কিছু ছিল না

না-গো আমার বলার কিছু ছিল না

দু’হাতে তোমার ওগো

এতকিছু ধরে গেল

ধরলো না শুধু এই স্মৃতি টা

রয়ে গেল শেষ দিন

রয়ে গেলো সেদিনের প্রথম দেখার সেই ইতিটা

কোথা থেকে কখন যে কি হয়ে গেল

সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল

সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো

তবু দেখি দ্বীপ গেছো জ্বেলে

তুমি চলে গেলে

আমার বলার কিছু ছিল না

চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে

তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম

আমার বলার কিছু ছিল না

না-গো আমার বলার কিছু ছিল না