নকীব খান
তুমি কি আজ বন্ধু
যাবে আমার সাথে
এমনই ভরা জোছনায়
পায়ে পায়ে দুরের পথে
সাথী হবে চাঁদের খেয়া
স্বপ্নে উদাসী
পথে বসে বাজাবে কেউ
পাগল বাঁশি
বাঁশের বনে মাতাল হাওয়ায় জ্বলবে
হাজার জোনাকি রাতে
এমনই ভরা জোছনায়
পায়ে পায়ে দুরের পথে
তুমি কি আজ বন্ধু
যাবে আমার সাথে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন