মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

জীবন মাঝি বৈঠা হাতে যায় সে কূলের পানে


জীবন মাঝি বৈঠা হাতে
যায় সে কূলের পানে
আসবে রে মরণ
নিঠুর ও মরণ
সুখের খোজে ওরে ও মন
পাল তুলিয়া দিলি রে নাও
জনমী তোর কাটল স্বপন
ধীরে ধীরে বৈঠা চালাও
পাইবি কি তোর স্রোতের নাগাল
আসবে রে সময়
মাটির মাঝে আসবি ফিরে
কাল অথবা এই তো সময়
জেনেও তুই নদীর তীরে
খুজে ফিরিস কীসের আশায়
শ্রান্ত হবি ডাক এলে তুই
বুঝবি রে তখন
................................................
ব্যাণ্ডঃ ডিফারেন্ট টাচ
অ্যালবামঃ শ্রাবনের মেঘ

jibon majhi boitha haate

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন