Habib & Nancy | Didha
বাহির বলে দুরে থাকুক, ভিতর বলে আসুকনা
ভিতর বলে দুরে থাকুক, বাহির বলে আসুকনা
ঢেউ জানা এক নদীর কাছে , গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসায়, ভাসায় করে ভাসায় না
না ডুবায় , না ভাসায়
না ভাসায় না ডুবায়
জল ডাকে . আগুনও টানে
আমি পড়ি মদ্দেখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যাই আবার যাই না
না নিভাই, না জালায়
না জালায় না নিভাই
বাহির বলে দুরে থাকুক, ভিতর বলে আসুকনা
ভিতর বলে দুরে থাকুক, বাহির বলে আসুকনা
bahir bole dure thakuk
didha
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন