হাবিব এবং নান্সি --
আমি তো্মার মনের ভেতর একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাসো সে কথাটা
জানতে চাই
ভালবাসার যত কথা, হৃদয় দিয়ে
শুনতে চাই
তুমি সুধু আমার হবে পৃথিবিকে
বলতে চাই
এ হৃদয়ে জলছে এক যাতন
মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা
দিবা রাতি
এ হৃদয়ে জলছে এক যাতন
মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা
দিবা রাতি
এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের ফানস
তুমি ফাগুন হয়ে রঙ ছোয়ালে
মনেরো নীলাকাশ
আমি তো্মার মনের ভেতর একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাসো সে কথাটা
জানতে চাই
এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো তুমি
দুঃখ এলে ভুলে যেওনা বাচবনাতো আমি
এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো
তুমি
দুঃখ এলে ভুলে যেওনা বাচবনাতো
আমি
এ প্রনয়ে কথা দিলাম সূয্য চন্দ্র তারা
সাক্ষী থেকো মরন যেনো হয়না তো্মায় ছাড়া
আমি তো্মার
মনের ভেতর
একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা
ভালবাসো সে
কথাটা
জানতে চাই
ভালবাসার যত কথা, হৃদয় দিয়ে
শুনতে চাই
তুমি সুধু আমার হবে পৃথিবিকে
বলতে চাই
আমি তো্মার মনের ভেতর একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাসো সে কথাটা
জানতে চাই
ভালবাসার যত কথা, হৃদয় দিয়ে
শুনতে চাই
তুমি সুধু আমার হবে পৃথিবিকে
বলতে চাই
এ হৃদয়ে জলছে এক যাতন
মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা
দিবা রাতি
এ হৃদয়ে জলছে এক যাতন
মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা
দিবা রাতি
এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের ফানস
তুমি ফাগুন হয়ে রঙ ছোয়ালে
মনেরো নীলাকাশ
আমি তো্মার মনের ভেতর একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাসো সে কথাটা
জানতে চাই
এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো তুমি
দুঃখ এলে ভুলে যেওনা বাচবনাতো আমি
এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো
তুমি
দুঃখ এলে ভুলে যেওনা বাচবনাতো
আমি
এ প্রনয়ে কথা দিলাম সূয্য চন্দ্র তারা
সাক্ষী থেকো মরন যেনো হয়না তো্মায় ছাড়া
আমি তো্মার
মনের ভেতর
একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা
ভালবাসো সে
কথাটা
জানতে চাই
ভালবাসার যত কথা, হৃদয় দিয়ে
শুনতে চাই
তুমি সুধু আমার হবে পৃথিবিকে
বলতে চাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন