যদি বেহেশ্তে যাইতে চাও গো
যদি বেহেশ্তে যাইতে চাও গো
অন্তরে রাইখো আল্লাহর ডর।(নারী)
যদি আল্লাহর সন্ধান চাও গো
প্রেম রাখিও অন্তরের ভিতর। (পুরুষ)
আমি আপনার মেয়ের বয়সি, শরিয়তের হইয়া
মারিফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া
বেয়াদবি নেবেন না দেইখা আমার ভাণ
হাদিস-কোরাণ মানেন না, কেমন মুসলমান?
মোল্লা-মুন্সি ক্ষ্যাপা কেন, আপনাদের উপরগো?
অন্তরে রাইখো আল্লাহর ডর।(নারী)
কোরান-হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন
দুই পারা সিপারা পইড়া বুঝবে কি মদন,
নিজেরাই বোঝেনা, অন্যরে বোঝায়
সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায়।
বেহেস্তের লোভ করি না হয় নাই দোজখের ডর গো
প্রেম রাখিও অন্তরের ভিতর। (পুরুষ)
ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া
রোজার দিনে গাঁজা টানে ধ্যানের-ই নাম নিয়া
হজ্জ্ব যাকাত করেন না, না হয় নিলাম মানি
কী প্রবলেম করছে আপনার বলেন কোরবাণী?
রক্ত দেখলে কাঁপবে কেন, মুসলিমের অন্তর গো
অন্তরে রাইখো আল্লাহর ডর।(নারী)
কুরবাণী করিতে হুকুম প্রাণপ্রিয় ধণ
গরু ছাগল হইলো কি তোর এতই প্রিয়জন?
নিজের থাইকে প্রিয় বস্তু আর যে কিছু নাই
আত্মত্যাগই আসল কুরবান জেনে নিও ভাই
দশ ইন্দ্রিয় ছয়টি রিপু পারলে দমন কর গো
প্রেম রাখিও অন্তরের ভিতর। (পুরুষ)
ছেড়ী নিয়া বেড়ান ঘুরি, নিকাহ না করিয়া
একসাথে নাচেন গান, বেপর্দা হইয়া
পুরুষ পোলার জন্য বাহির, নারীর জন্যে ঘরগো
অন্তরে রাইখো আল্লাহর ডর।(নারী)
মাইয়া হইলো আদি বস্তু, সৃষ্টি যারে দিয়া
ভেদাভেদ করে যারা, তারাই করে বিয়া
মাইয়া হয় প্রেমের ভান্ড, মাইয়া হইলো মা,
মাইয়া না হইলে ভবে আমরা আসতাম না (পুরুষ)
সৃষ্টি করতে দোনোই লাগে, নারী এবং নর গো
প্রেম রাখিও অন্তরের ভিতর। (দ্বৈত)
যদি আল্লাহর সন্ধান চাও গো
প্রেম রাখিও অন্তরের ভিতর।
Tareque Masud
Matir Moyna
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন